সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার সরকারী বিদ্যালয়ের জমি দখল!

সিরাজদিখান উপজেলার গোয়ালখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪১ শতাংশ জমি জবর দখল করেছেন এক আওয়ামী লীগ নেতা। এই জমি স্থানীয় গে­ারিয়াজ প্রোপার্টিজের কাছে বিক্রয় করার পায়তারা করছেন বলেও অভিযোগ উঠেছে। দখলদার চিত্রকোট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিনয় কুমার মন্ডল এই অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে সরকারী স্কুলের ভূমি দখলকারী এই আওয়ামী লীগ নেতার দখলদারিত্বের বিষয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না। গোয়ালখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মুক্তার হোসেন জানান, বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর হতে বিনয় মন্ডল বিদ্যালয়টির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। আর সেই সুযোগে তিনি এই বিদ্যালয়ের সম্পত্তি তসরুপ করছেন। বর্তমান সভাপতির আরও বলেন, আশা করি জনগনকে সঙ্গে নিয়ে সরকারী প্রতিষ্ঠানের নিজেস্ব ভূমি পূনরুদ্ধার করতে সক্ষম হবো। এই সরকারী প্রতিষ্ঠানের জমি ক্রয়ের ব্যাপারেও সংশ্লিষ্টদের সর্তক করা হয়েছে। এই নিয়ে এলাতায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply