সদর উপজেলার দক্ষিণ নগর কসবা সরকারি প্রথমিক বিদ্যালয়ে রহস্যজনক চুরি হয়েছে। শনিবার গভীর রাতে চোরের দল স্কুলের প্রধান শিক্ষকের কক্ষের ৩টি আলমিরার তালা ভেঙ্গে ফাইলপত্র তছনছ করে নগদ ৫শ’ টাকা ও পিতলের ঘন্টা বেল ও কিছু কোকারিজ সামগ্রী চুরি করে নিয়ে যায়।
হামিতারা পুলিশ ফাড়ির ইনচার্য আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, নেশার টাকা যোগার করতে হয়ত এই চুরির ঘটনা ঘটায়। বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য কামাল উদ্দিন আহম্মেদ জানান, চুরির ঘচনাটি রহস্য জনক।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply