স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মুন্সিগঞ্জের বছিরননেছা উচ্চ থেকে রাজপথে নেমে বখাটেদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে এ প্রতিবাদ কর্মসূচী পালন করে। এরপরই পুলিশ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে নিপু (২৪) নামের এক বখাটেকে গ্রেফতার করেছে। সে সুখবাসপুর গ্রামের মকবুল মেম্বারের ছেলে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সিগঞ্জ সদরের সুখবাসপুরস্থ বছিরননেছা উচ্চ বিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, সোমবার বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা করে সদর থানা পুলিশ। এ সময় স্থানীয় বখাটে যুবকরা তাদের উত্ত্যক্ত করে বলে স্কুল ছাত্রীরা অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন বখাটে চরথাপ্পর দিয়ে তাড়িয়ে দেন। এতে বখাটে নেতা নিপুসহ একদল বখাটে সোমবার বিকেলে বিদ্যালয়ে গিয়ে ৩ শিক্ষককে লাঞ্চিত করে শ্রেনী কক্ষ থেকে তাড়িয়ে দেয়। এতে বখাটেরা ক্ষুব্ধ হয়ে পরদিন মঙ্গলবার বিদ্যালয়ে গিয়ে সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ, সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম, মিয়া মাহমুদ ও আহসানউলাহকে মারধর করতে উদ্যত হয় এবং লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটের দলনেতা নিপুকে গ্রেফতার করে। এ সময় অপর বখাটেরা পালিয়ে যেতে সক্ষম হয়। বখাটে নিপুর বড় ভাই নাহিদ এ বখাটে গ্রুপকে শেল্টার দেন বলে জানা গেছে।
শিক্ষকরা জানান, বখাটেদের হাতে ৩ শিক্ষক লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার সকালে ৩ থেকে ৪ শতাধিক শিক্ষার্থী শ্রেণী কক্ষ থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হাতিমাড়া পুলিশ ফাড়িঁতে গিয়ে বখাটেদের গ্রেফতারের দাবি জানায়।
এতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, শেল্টারদাতা নাহিদ এর আগে কয়েকদফা প্রধান শিক্ষক পরিনা বেগমসহ অপর শিক্ষকদের লাঞ্ছিত করেছেন।
সদর থানার ওসি মো. আবুল বাসার জানান, এ ঘটনায় নিপু নামের এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
tnb24
—————-
মুন্সীগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মিছিল, ১ বখাটে গ্রেফতার
মুন্সীগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর এলাকায় বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজপথে নেমে বখাটেদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। এসময় পুলিশ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে বখাটে নেতা নিপুকে(২৪) গ্রেফতার করেছে। সে সুখবাসপুর গ্রামের মকবুল মেম্বারের ছেলে বলে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জ সদরের সুখবাসপুরস্থ বছিরননেছা উচ্চ বিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, গত সোমবার বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা করে মুন্সীগঞ্জ সদর থানা-পুলিশ। সভায় স্কুল ছাত্রীরা স্থানীয় বখাটে যুবকরা তাদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ করেন। পরে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন বখাটেদের ডেকে চর-থাপ্পর দিয়ে সাবধান করে তাড়িয়ে দেন। এতে বখাটের দল ক্ষিপ্ত হয়ে স্থানীয় বখাটে নেতা-নিপুসহ একদল বখাটে সোমবার বিকেলে বিদ্যালয়ে গিয়ে ৩ শিক্ষককে লাঞ্চিত করে শ্রেনী কক্ষ থেকে তাড়িয়ে দেয়। ঘটনার পর-পরই বখাটেদের হাতে ৩ শিক্ষক লাঞ্ছিত হওয়ার খবর জানাজানি হলে এর প্রতিবাদে মঙ্গলবার সকালে ৩ থেকে ৪ শতাধিক শিক্ষার্থী কাস বর্জন করে শ্রেনী কক্ষ থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে হাতিমাড়া পুলিশ ফাড়িঁতে গিয়ে বখাটেদের গ্রেফতারের দাবি জানায়। পরক্ষনে বখাটেরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে গিয়ে সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ, সহকারী শিক্ষক মঞ্জুরুল আলম, মিয়া মাহমুদ ও আহসানউল্লাহকে মারধর করতে উদ্যত হয় এবং লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে বখাটের দলনেতা নিপুকে গ্রেফতার করে। এ সময় অপর বখাটেরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বখাটেদের নেতা নিপুর বড় ভাই মো: নাহিদ এ বখাটে গ্রুপকে শেল্টার দেন বলে এলাকাবাসিরা জানান। স্কুল-শিক্ষকরা জানান, শেল্টারদাতা নাহিদ এর আগেও একাধিকবার প্রধান শিক্ষক পরিনা বেগমসহ অপর শিক্ষকদের লাঞ্ছিত করেছেন।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, এ ঘটনায় বখাটে নেতা নিপুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফারে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টাইমস্ আই বেঙ্গলী ডটকম
Leave a Reply