মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের প্রথম দফার কাজ শনিবার থেকে

মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতু ৪ দফায় মেরামতের ১ম দফার কাজ শনিবার শুরু হচ্ছে। এ জন্য শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া এ সেতু দু’টির মেরামত কাজের জন্য একইভাবে ৬ ঘণ্টা করে আগামী ২০ অক্টোবর, ৩ ও ১৭ নভেম্বর আরও ৩ দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এই সময়ে এ সড়কের সব যানবাহন বিকল্প সড়ক কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ।

মেঘনা সেতুতে মেরামত কাজের ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. ইসহাক হাওলাদার মামুন বাংলানিউজকে জানান, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার পরবর্তী রক্ষণাবেক্ষণ কাজ ৬ অক্টোবর শনিবার থেকে শুরু হচ্ছে।

তিনি আরও জানান, সেতু দু’টির জয়েন্টে কিছু সমস্যা আছে। এছাড়া আসন্ন ঈদে যাতে যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয়, সে লক্ষে এ মেরামত কাজ করা হচ্ছে। এরপর আর দীর্ঘ সময় সেতু দু’টির মেরামত করা লাগবে না বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তায় মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের ১ম পর্যায়ের কাজ শেষ করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply