গজারিয়ায় এপিআই শিল্প পার্কে নির্মান অনিশ্চিত!

বাংলাদেশের ওষুধ শিল্পের কাঁচামাল প্রক্রিয়াজাত করনে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এপিআই শিল্প পার্ক নির্মান কাজ বিন্দুমাত্রও এগোয়নি । পরিকল্পনা গ্রহন, জায়গা নির্ধারন শেষে কাজ শুরু করার ৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি শিল্প পার্কটির বালু ভরাটের কাজই। ২০১১ সালের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে গেলেও আলোরমুখ দেখেনি এপিআই শিল্প পার্ক। এতে বর্তমান মহাজোট সরকারের মেয়াদে ওষুধ শিল্পে দেশে কাঁচামাল প্রক্রিয়াজাত করনের প্রথম বিপ্লব ঘটানো যাচ্ছে না- প্রকল্প এলাকায় সরেজমিনে ঘুরে এমনই বাস্তব চিত্র দেখা গেছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে মহাজোট সরকারের মেয়াদেও শিল্প পার্কটি নির্মান করা যেমন সম্ভব নয়, তেমনি কাজের ধীরগতির কারনে ইতিমধ্যে দু’দফা পিছিয়েছে দেশের প্রথম ওষুধ শিল্পপার্কে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের উদ্যোগ। কাঁচামাল প্রক্রিয়াজাতে ৪২ টি কারখানা স্থাপনের জন্য গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ২’শ একর জমির উপর এই এপিআই শিল্প পার্ক নির্মান কাজ শুরু হয় ২০০৮ সালে। এ যাবত শিল্প পার্কের মাত্র ৭৫ শতাংশ বালু ভরাট কাজ সমাপ্ত হয়েছে। যদিও প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা বাংলাদেশ ুদ্র ও কুটিরশিল্প সংস্থার (বিসিক) চেয়াম্যান মু. ফখরুল ইসলাম বলছেন, প্রকল্পের কাজ ঠিকঠাক মতোই এগোচ্ছে। আসলে এগোচ্ছে ঘন্টাটা। মেয়াদকালেই অর্থ্যাৎ ২০১৩ সালের মধ্যেই এ শিল্প পার্ক নির্মান কাজ শেষ করা যাবে বলে সাফ জানিয়েছেন শিল্প পার্ক নির্মানকারিরা। এপিআই শিল্প পার্ক নির্মানে প্রক্কলিত ব্যয় ধরা হয়েছে ২’শ ৩৩ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে, শিল্প মন্ত্রনালয়ের অধীনে ২০০৮ সালের জানুয়ারীতে এপিআই শিল্প পার্ক নির্মান কাজ শুরু হয়। সেখানে থাকার কথা রয়েছে- কাঁচামাল প্রক্রিয়াজাত করন ৪২ টি কারখানা, পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়, পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস ষ্টেশন। এছাড়া রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, প্রচীর নির্মাণ, পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করারও কথা রয়েছে প্রকল্পটিতে। প্রকল্পের মেয়াদের মধ্যেই এতো সব কিছুই কাজ সমাপ্ত করার কথা ছিল। অথচ এপিআই শিল্প পার্কের কেবল বালু ভরাট কাজই শেষ করতে পারেনি বাস্তবায়নে থাকা শিল্প মন্ত্রনালয়। শিল্প পার্কের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর আগমন উপল্েয অধিগ্রহনকৃত জায়গায় একটি অডিটোরিয়ামের মতো স্থাপনাও নির্মান করা হয় সেখানে। তদুপরি যেখানে বালু ভরাট কাজ শেষ করা হয়নি, বাস্তব চিত্র অনুযায়ী সেখানে এপিআই শিল্প পার্ক নির্মান অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।


২০১৫ সালের মধ্যে ওষুধ শিল্পে স্বয়ং সম্পুর্ণতা অর্জন করতে না পারলে ট্রিপস্ চুক্তির পর বিশ্বব্যাপী ওষুধের দাম বেড়ে যাবে। সেেেত্র আমদানী নির্ভর দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানী পড়বে দুর্ভোগে। এপিআই শিল্পপার্কের নির্বাহী প্রকৌশলী মো: আতাউর রহমান বলেন, রিটেইনিং ও সীমানা বেস্টনীর কাজের দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে। প্রকল্পের মেয়াদ আরও আড়াই বছর বাড়ানোর চেষ্টা চলছে।

এপিআই শিল্প পার্ক নির্মান কাজ সিকিভাগও অগ্রগতি নেই। অথচ পরিচালক নিযোগ নিয়ে বেঁধেছে ধুম্রজাল। দেখা দিয়েছে জটিলতা। শিল্প মন্ত্রণালয় গত বছরের ৩ নভেম্বর বিসিকের সহকারী মহা ব্যবস্থাপক মো: জামিলকে প্রকল্প পরিচালক নিয়োগ করে। কিন্তু বিসিক একই পদে খন্ডকালীন নিয়োগ দেয় সংস্থার প্রধান প্রকৌশলী ও মহা ব্যবস্থাপক (প্রকল্প) হারুনুর রশীদকে। ২১ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের সহকারী প্রধান মির্জা মো: মহিউদ্দিন স্বারিত এক চিঠিতে বলা হয় বিসিকের সিদ্দান্তে অনিয়ম হয়েছে। কারণ স্থায়ীভাবে প্রকল্প পরিচালক নিয়োগের এখতিয়ার বিসিকের নেই। ৫০ কোটি বা তারও উপরের কোন প্রকল্প হলে পূর্ণকালীন পরিচালক নিয়োগ করতে হবে। এ ব্যাপারে বিসিকের পরিচালক মো: আবু সাদেক বলেন, প্রকল্প পরিচালকের পদটি উপ-মহাব্যবস্থাপকের পদের সমতুল্য। মো: জামিল এ পদের এক ধাপ নিচে কর্মরত। এতে হারুনুর রশীদ এখনো এপিআই শিল্প পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্প অনুয়ায়ী শিল্প পার্ক নির্মান করা গেলে ওষুধের কাঁচামালের জন্য দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানীগুলোর আমদানী নির্ভরতা কমবে। আগামী ২০১৫ সালের পর ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রপাটি রাইটস মেধাস্বত্ব আইন তথা ট্রিপস্ চুক্কি কার্যকর করা হলে বিশ্ব জুড়ে এপিআই শিল্পের কদর বাড়বে। সেই মূহুর্তে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশের পে ওষুধের কাঁচামাল সংগ্রহ কঠিন হয়ে দাঁড়াবে। শুধু মাত্র ভারত ও চীন থেকে গেলো বছরে ওষু কোম্পানীগুলো ৩ হাজার ৬’শ কোটি টাকার ওষুধের কাঁচামাল আমদানী করেছে। যদিও দেশের ৮৭টি ওষুধ প্রস্তুতকারক কোম্পানী ওই বছর ৫’শ কোটি টাকার ওষুধ রফতানি করতে সম হয়। বিশ্ব ব্যাংকের গবেষনা মতে, ইউরোপের ইতালী ছাড়া সব দেশই ওষুধের কাঁচামাল সংগ্রহ করতে চীন ও ভারত থেকে।

এদিকে, মেয়াদ শেষ হয়েছে, তাও ১০ মাস অতিক্রান্ত হতে চললো। তবুও দেশের প্রথম ওষুধ শিল্পের কাঁচামাল প্রক্রিয়াজাত করনে এপিআই শিল্প পার্ক প্রকল্প এলাকার ২৫ ভাগ এখনো পানির নীচে। রয়েছে ঝোঁপ-জঙ্গল। পূর্ণ মেয়াদে ২’শ একর জমির মাত্র ৭৫ ভাগ বালু ভরাট কাজ হয়েছে। বাকী টুকুন রয়েছে পানির নীচে ও জঙ্গলে ঘেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ শিল্প পার্ক নির্মান কাজ এ সরকারের মেয়াদে আর শেষ হচ্ছে না-এমনটাই আশংকা স্থানীয়দের। বালু ভরাটের ফলে পুরো প্রকল্প এলাকা এখন ধু-ধু বালুকাময় ভূমিতে পরিণত হয়েছে। গড়ে উঠেনি কাঁচামাল প্রক্রিয়াজাত করনের কোন ওষুধ কারখানা।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply