বিডিআর বিদ্রোহ মামলায় সাক্ষ্য দিচ্ছেন মুন্নী সাহা

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের সময় সংঘটিত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ অন্যান্য অপরাধের বিচারে ফৌজদারি আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক মুন্নী সাহা। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিচারক জহুরুল ইসলামের বিশেষ আদালতে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এদিনই এর আগে সাক্ষ্য দেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ফজলুল করিম সেলিম এ মামলার ৩৪৫তম সাক্ষী। বর্তমানে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

উল্লেখ্য, গত বছরের ৫ জানুয়ারি ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় আসামির সংখ্যা ৮৫০ জন। এর মধ্যে ২০ জন পলাতক এবং ৩ জন মারা গেছেন। বাকি ৮২৭ জনের বিচার কার্যক্রম চলছে।


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পরে এই ঘটনায় সারাদেশে বিডিআর আইনে ৫৭টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ৫৬টির বিচারকার্য সমাপ্ত হয়েছে। বিদ্রোহ অবসানের একদিন পরই ২৮ ফেব্রুয়ারি তৎকালীন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বাদী হয়ে বিদ্রোহের সময় সংঘটিত হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply