মুন্সীগঞ্জে এনার্জি সিটি বাস্তবায়নে সভা

বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ ইকু এনার্জি সিটি বাস্তবায়নে রবিবার বিকেলে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ভবনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আর্শেদ উদ্দীন চৌধুরী সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির ভাষণ দেন সাবেক পৌর মেয়র ও বিশিষ্ট আইনজ্ঞ এ্যাডভোকেট মুজিবুর রহমান। আলোচনায় অংশ নেন দৈনিক হৃদয়ের সাংবাদিক শহিদুল হক, আলাউদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট নাসিমা আক্তার, গোলাম মাওলা তপন, সুলভ রঞ্জন কর, সুজন হায়দার জনি এবং উদ্যোক্তা রাজা মিয়া।


কম বিদ্যুত খরচ এবং বিদ্যুত চলে গেলে ৩ ঘণ্টা আলো জ্বলার এই নতুন প্রযুক্তির বাল্প প্রদর্শন করা হয় সভায়। যা এই প্রথম বাংলাদেশে থেকে অন্যান্য দেশে রফতানি হওয়ার কথা। এতে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে। বাংলাদেশীরা জাপানে গিয়ে ট্রেনিং এসে এখানে অন্যদের ট্রেনিং দেবে এবং কাজ করবে। সে লক্ষ্যে বাংলাদেশী ৫ টেকনিশিয়ান এখন জাপানে ট্রেনিং নিচ্ছেন। সদর উপজেলার পানাম গ্রামে চার একর জমির ওপর কয়েক মাস আগে বিদ্যুত প্রতিমন্ত্রী ও জাপানী রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে এনার্জি সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেই অনুযায়ী স্থাপনাসহ অধিকাংশ কাজই সম্পন্ন হয়ে গেছে। কিন্তু এটি বন্ধ করতে এটি মহল উঠে পড়ে লেগেছে। জমি বিক্রি করে দেয়ার পরও একটি প্রভাবশালী মহল কিছু জমির মালিকানা দাবি করে আদালতে মামলা ঠুকে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এতে জাপানী উদ্যোক্তা হতাশ হয়ে পড়েছে।

জনকন্ঠ

Leave a Reply