আরিফ হোসেন: শ্রীনগরে আলামিন বাজারের ইজারা বাতিল করায় মিষ্টি বিতরণ করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা প্রশাসন ঐ বাজারের ইজারা বাতিল করে। এর আগে আলামিন বাজারের ব্যবসায়ীরা ইজারা বাতিলের দাবীতে ঢাকা-দোহার সড়ক অবরোধ করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করে। আলামিন বাজার কমিটির সভাপতি মামুনুর রশিদ জানান, এ বছর বাজারটি শিলা নামের একজনের কাছে ইজারা দেওয়া হয়। তাকে ইজারা দেওয়ার পর থেকে সে ইজারার শর্ত ভঙ্গ করে ব্যবসায়ীদের উপর ইজারা কালেকশনের নামে অন্যায় অত্যাচার শুরু করে।
ইজারাদার মাছ বাজারের প্রতিটি বিক্রেতার কাছ থেকে ১০ টাকার স্থলে ১৫০-১৬০ টাকা ইজারা দাবী করে। কেউ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বাজারে আসতে নিষেধ করা হয়। ফলে নিয়মিত মাছ বিক্রেতাদের মধ্যে অর্ধেক এ বাজারে আসা ছেড়ে দেয়। পদ্মা নদীর চরের বাসিন্দারা তাদের উৎপাদিত ফল ও সবজি বিক্রি করতে আসলে তাদের সাথেও বিরুপ আচরন করা হয়। অপরদিকে স্থায়ী দোকানদারদের কাছে প্রতিদিন ৫০ টাকা করে ইজারা দাবী করা হয়।যা ইতিপূর্বে কখনো হয়নি। এতে আলামিন বাজারের ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে উঠে।
উপজেলা প্রশাসন ইজারা বাতিল করায় ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করে আলামিন বাজারে আবার প্রানচাঞ্চল্য ফিরে আসবে বলে ব্যবসায়ীরা আশাবাদ ব্যাক্ত করেন।
Leave a Reply