মাছে ভাতে ভাঙ্গালী। কিন্তু বাংলাদেশের মানুষ চড়া দামে মাছ ক্রয় করতে হচ্ছে। এ সকল বিষয়কে সামনে রেখে যাতে নদী-খাল-বিল হাওরে পর্যাপ্ত পরিমানে মাছ পাওয়া যায় সেই লক্ষ্যে দেশব্যাপী নদীতে বিভিন্ন জাতের পোনা মাছ ছাড়ার প্রজোক্ট চালু করেছে এই সরকার। আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ফেরীঘাট ফুলদি নদীতে ৪০কেজি রুই-কাতলা পোনা মাছ উম্মুক্ত করেছে। মাছ উম্মুক্ত করার পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলে এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী ফজিলাতুননেছা ইন্দিরা। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডসি জেনারেল ব্যারিস্টার গোলাম সরোয়ার, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুমসহ আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ।
Leave a Reply