ওয়াজেদ হীরা
সমাজ ও রাষ্ট্রের বিবেক হিসেবে চিহ্নিত করা হয় সাংবাদিকদের। তবে তা সুষ্ঠু সাংবাদিকতা অবশ্যই। গণমাধ্যমকর্মীরা ছুটে যায় খবরের সামনে কিংবা পেছনেও। ধর্ম-বর্ণ-শ্রেণী ভুলে খবরই সাংবাদিকদের মুখ্য বিষয়। তবে খবরের কিছু অংশে কল্পনা করে নিজের মতো করে বানিয়ে মুখরোচক করা নিশ্চয় সাংবাদিকতার মধ্যে আসে না। অথচ আমরা প্রতিনিয়তই দেখি কিছু খবর মুখরোচক করতে তাতে অতিরিক্ত, অবাঞ্চিত কিছু দিয়ে অতিরঞ্জিত করা হয়। আর তাতেই নাকি পাঠকরাও লুফে নেয়।
তাহলে কি পাঠক ধরে রাখতে সাগর-রুনির মৃত্যু নিয়ে অনেকে কল্পকাহিনী লিখেছেন? আর যদি কল্পকাহিনী লিখে থাকেন তাহলে কি তা সাংবাদিকতা না অন্য কিছু? সাংবাদিকরা হলো জাতির বিবেক। কিন্তু সব সাংবাদিকদের কে কি জাতির বিবেক বলা যায়? আমার মনে হয় যারা নির্ভীক ও সত্য খবর প্রকাশ করে তারাই বিবেক বলে বিবেচ্য। হলুদ সাংবাদিকরা নয়। সাগর-রুনির হত্যাকাণ্ডের পর দেখেছি সাংবাদিকদের একেক ধরণের সংবাদ পরিবেশন। রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করা দায়িত্বশীল মন্ত্রীরা একেক সময় একেক কথা বলেছেন। সেটাও খবরের অংশ হয়েছে। মন্ত্রীরাতো বলেবেই। রাজনৈতিক ঘর গোছাতে তারা এতই ব্যস্ত যে মাঝে মধ্যে কা- জ্ঞান হারিয়ে কথা বলে ফেলেন। মিথ্যাও বলেন অনেক সময়। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীই তার প্রমাণ। যেখানে ৪৮ ঘন্টায় খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয় সেখানে আজ কতদিন চলে হিসেব কষে দেখতে হবে। তাই বলে সাংবাদিকদের ভুলে গেলে চলবে কি করে তারা জাতির বিবেক। রান্না রসালো করতে যেমন মশলা মেশানো হয় তেমনভাবে খবরকে রসালো করতে অনেক কিছুই মিশিয়েছেন অনেকেই। তবুও কি বলবো সবাই জাতির বিবেক? সবাই সুষ্ঠু সাংবাদিকতার পেছনে সময় দিচ্ছেন?
কেউ কি মনে করলেন না এই দম্পতিও সাংবাদিক ছিলেন। খবরের পেছনে কিংবা সামনে এই সাগর রুনি কতটা দৌঁড়িয়েছেন। খুন হওয়া এই দম্পতি নিয়ে কত কিছুইতো লেখা হল, বলা হলো, যার কোন প্রতিবাদ আসেনি আর আসবেও না।
আর প্রতিবাদ আসবে না বলেই, লিখতে আর বলতে পারা সহজ হয়ে গেছে। কিন্তু যদি তাদের অন্যায়ই ছিল, তবে বেঁচে থাকতে কেন সাহস নিয়ে সত্য প্রকাশ করেন নি। ও, লজ্জা পাবেন তাই। কিংবা মৌঁচাকে ঢিল দিয়ে হুল সহ্য করতে পারবেন না।
যখন তাদের হয়ে কথা বলার কেউ নেই তখন সাংবাদিকদের অনেকেই এগিয়ে এসেছেন সত্য প্রকাশ করে দেশকে এগিয়ে নিতে! কিন্তু আসলে কতটা সত্য তা আর কতটাই জানি আমরা!
সত্য প্রকাশ করতে এটিএন বাংলার ও এটিএন নিউজের চেয়ারম্যান দেশ ছেড়ে বিলেতে বসে তিনি সত্য প্রকাশে ব্যস্ত। তার মেয়ের সমতুল্য, অধিনস্ত সাংবাদিক রুনির মতো মেয়েকে নিয়ে কটুক্তি করতে একটুও বাধেনি।
ড. মাহফুজুর রহমান, আপনার বক্তব্যে সারাদেশে ঝড় বইছে। ক্ষোভে ফুসছে জাতির বিবেকরাও। সাংবাদিকরা আপনার দু:খ প্রকাশ করা লিখিত বক্তব্য প্রত্যাখ্যান করেছে।
তবুও একটা প্রশ্ন আপনার কাছে, রুনি যদি এতই খারাপ হবে তো আপনার প্রতিষ্ঠানে তাকে দীর্ঘদিনের কাজ করার সুযোগ দেয়া হলো কেন? বের করে দিলেই তো পারতেন? তা আপনি কোন দিনই পারতেন না কারণ, সে নির্ভিক সাংবাদিক।
আজ মনে হয় কোন এক সময় আপনিও কোন ফায়দা চেয়ে সুযোগ পাননি বলেই আজ সেই মৃত ব্যাক্তির উপর ক্ষোভ ঝাড়লেন। তাকে তার চরিত্র নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করেছেন। তা আবার দেশের ভিতরে সাহস হলো না আপনার। এতেই বুঝা যায় কতটা সত্য আপনি বলতে পারেন! কিন্তু দেশের অনেক নির্ভিক সাংবাদিকরা এখনো জাগ্রত।
ড. মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এটিএন-এর দুই পরিবারেও বইছে তীব্র ােভ। মৃত সহকর্মী সম্পর্কে তার এই বক্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না এটিএন বাংলা ও এটিএন নিউজের সাংবাদিকরা।
এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্যকে অন্যান্য সচেতন সাংবাদিকদের মতো নির্ভীক সাংবাদিকতার পরিচয় দিয়েছেন এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন। তিনি তার চেয়াম্যানের বক্তব্যকে অরুচিকর বলে আখ্যা দিয়েছেন। সাবাশ, জ ই মামুন সাবাশ। তারই প্রতিষ্ঠানে চাকরি করে সত্য প্রকাশে পিছ পা না হওয়ায় মনেই নির্ভিক সাংবাদিকতা। এমনই হওয়া উচিৎ। জ ই মামুন আপনাকে হাজার সালাম। বক্তব্যকে অরুচিকর বা নিন্দা জানানোর জন্য।
কিন্তু এ নিয়ে সমগ্র সাংবাদিক মহলে ঝড় উঠলেও সাড়া মেলেনি ড. মাহফুজুর রহমানের আরেক প্রতিষ্ঠান এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহার কাছে। গনমাধ্যমকর্মীরা যখন তার কাছে তারই চেয়ারম্যানের বক্তব্যের বিষয়ে কিছু জানতে চাইল তিনি সরাসরি বলেদেন, ‘প্লিজ, আমাকে মাফ করে দেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।’ কিন্তু কেন? তবে কি আপনি সত্য প্রকাশে আপোষহীন নন। নির্ভীক সাংবাদিক নন। দেশের মানুষ আপনার সম্পর্ক অগাধ ভালো ধারাণা রাখে। আর এখন এ কোন পরিচয় দিচ্ছেন আপনি মুন্নী সাহা।
সাংবাদিকরা যখন জ ই মামুনের বক্তব্যের বিষয় আপনাকে জানলো আপনি গনমাধ্যমকর্মীদের বলছেন, ‘জ ই মামুন পুরুষ আর আমি নারী। তাই তিনি যা বলতে পারেন আমি তা পারি না।’ কিন্তু সাংবাদিক বলতে তো পুরুষ বা নারী বুঝায় না। আপনার পরিচয় আপনি সাংবাদিক। আর সেটাই যদি পরিচয় হয় তবে কেন গনমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিতে পারেন নি।
চাকুরির চিন্তা করে যদি অন্যায়কে সহ্য করেন তাহলে বলবো শেম, মুন্নী সাহা শেম! আপনাকে সবাই সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিক হিসেবেই চিনে ও জানে। আপনার মতো দায়িত্বশীল সাংবাদিকের কাছে দেশ জাতি এমন কিছু আশা করেনি।
আপনাকে দেখেছি রাজপথের লড়াকু সৈনিকের মতো খবরের সাথে সাথে দৌঁড়াতে। দেখেছি হরতালের ভয়ংকর পরিস্থিতি মোকাবিলা করতে। দেখেছি, ওয়ান ইলেভেনের সময় আপনার সাংবাদিকতার মহান পেশার গুরু দায়িত্ব পালন করতে। দেখেছি, নব যৌবন গতিতে আপনার পদচলায় পেছনে আগুনের ফুলকি কিংবা উত্তাল ঢেউ। যার হাত ধরে রাষ্ট্র যন্ত্রের অনেক ময়লাই কেটেছে।
আমি সেই মুন্নী সাহাকে খুঁজে বেড়াই এখনকার মুন্নী সাহার মাঝে। আপনি যখন একুশে টেলিভিশনে ছিলেন কত দায়িত্ব আপনি পালন করেছেন।
জীবনে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আজ আপনি এখানে। খবরের জন্য দেশের একপ্রান্ত হতে অন্যপ্রান্তে ছুটে চলাই আপনার কাজ। শুধু দেশেই নয় ছুটে গেছেন বিদেশেও। লিবিয়ায় বাঙালিদের খারাপ পরিস্থিতি দেখিয়েছেন সারাবিশ্বকে।
এই তো কিছু দিন আগেও আপনাকে মুঠোফোনে হুমকি দমকি দিয়েছে। যা আপনার সাংবাদিকতায় আপনি অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু এখন কি হলো আপনার। আপনার চেয়ারম্যান বিলেতে গিয়ে আপনারই পেশার কিংবা সহকর্মীর বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে কোন মন্তব্যই আপনি করবে না।
উল্টো গনমাধ্যমকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। তাহলে কি আপনার চেয়ারম্যান যা বলেছে আপনি সাপোর্ট দিচ্ছেন? তাহলে তো সেটা সাংবাদিকতা নয়।
অথচ এই আপনি সাগর-রুনির মৃত্যুর পর তাদের সন্তার মেঘের ইন্টারভিউ করেছেন। এত ছোট বয়সে মা-বাবাকে হারিয়ে যখন ছেলেটা বিপর্যস্ত তখন আপনি তার কাছে যান সত্য প্রকাশে ইন্টারভিউ করতে।
ছেলেটির মানসিক অবস্থা চিন্তা করেননি। সে সময় সেটাই নাকি মারমার কাটকাট খবর। যদি তাই হয় তবে এখন যে মারমার কাটকাট খবর আপনারই চেয়ারম্যানের বক্তব্য। যেখানে আপনি পরোক্ষভাবে সার্পোট করছেন।
‘ভয়ঙ্কর পরিস্থিতিতে সমাজ এবং রাষ্ট্রের অনেক কিছু করার আছে। দায়িত্বহীনভাবে অনেক কিছু করতে এবং বলতে দেখা যাচ্ছে আজকাল। এমনকি কিছু কিছু সাংবাদিকদের কাছে মেঘের মানসিক স্বাস্থ্য কোনো ধর্তব্যের বিষয় নয়। তাদের প্রয়োজন শুধু গরম গরম তাজা খবরের। এগুলো শুধু হলুদ সাংবাদিকতা নয় বরং লোভী সাংবাদিকতাও।
মুন্নি সাহা আপনি বলেছেন, ‘বাংলাদেশের আবেগটা অন্য ধরনের। বাবা-মা এভাবে মারা যাবার পর তাদের সন্তানটি কেমন আছে তা জানতে চান অনেকেই। আর তা দেখানোর মাধ্যমে কোন নিয়ম ভঙ্গ হয়েছে বলে আমি মনে করি না।’ শেম মুন্নি সাহা! শেম! সহকর্মীর মৃত্যুও আপনাদের মনে এতোটুকু মানবিকবোধ এনে দিতে পারেনি। এখনও খবরই মূখ্য, মেঘের জীবন নয়? ’
সাগর-রুনিকে নিয়ে করা আপনার চেয়ারম্যানের বক্তব্য নিয়ে এখন দেশের মানুষ জানতে চায় আপনার প্রতিক্রিয়াও। কিন্তু আপনি তা বলতে পারেননি। তাহলে তো বলতেই সত্য প্রকাশে আপনি এখন অনেক পিছিয়ে। সাহস করে গণতান্ত্রিক দেশে কথাও বলতে পারছেন না। আবার আপনি সাংবাদিক। নিজেই কথা বলতে পারছেন না দেশের কথা বলবেন কিভাবে?
আমার দেখা সেই মুন্নী সাহা আর এখনকার মুন্নী সাহার মাঝে তুলনা করলে মুখ থেকে একটাই শব্দ আসে……..ছিঃ মুন্নি সাহা ছিঃ!!
লেখক : সাংবাদিক।
ইমেইল : wazedhera@gmail.com
sangbad24
Leave a Reply