কেওয়ার কাজী বাড়ির ডোবা থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ

মুন্সিগঞ্জ উত্তর কেওয়ার কাজী বাড়ির ডোবা থেকে সোমবার সকাল ৮টায় ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এস.আই মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান সোনামিয়া মুন্সি, ইউপি সদস্য আলমগীর, হুমায়ুন কবিরের সহায়তায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

ডোবায় পানিতে গিয়ে লাশটি উপুড় হয়ে ভেসে উঠে। লাশটি পঁচে গলে গিয়েছে। শরীরে কিছূই নাই। প্রত্যক্ষদর্শীরা জানায় অনেক দিন হয়েছে লাশটি পানিতে ডুবিয়ে ছিলে ফুলে ফেপে ভেসে উঠেছে।

সকালে স্কুলের ছেলেরা খেলতে এসে ডোবায় বল উঠাতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেয়। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী এবং বিভিন্ন ডোবা মুন্সিগঞ্জ অজ্ঞাত যুবক ও যুবতীর লাশ প্রায়ই ভাসমান অবস্থায় পাওয়া যায়।

টিএনবি


=================

উত্তর কেওয়ার গ্রামে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর কেওয়ার গ্রামের একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ওই গ্রামের কাজীবাড়ি সংলগ্ন একটি খাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, এলাকাবাসী রাস্তা দিয়ে যাওয়ার সময় কেওয়ার গ্রামের খালে এক যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ধারণা করছে, ঘাতকরা ৪/৫ দিন আগে যুবকটিকে হত্যা করে লাশ খালে ফেলে রেখে যায়। পচন ধরায় লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply