জাতীয় নির্বাচন ৪টি না ৩ টি আসনে হবে ! নেতাকর্মীরা নির্বাক

মুন্সিগঞ্জ জেলার ৪টি আসন পুনর্বহালের দাবীতে জেলার জনগণ জোর দাবী জানাচ্ছেন এবং একটি আসন ফিতে পেতে আন্দোলনে যাচ্ছে। গত ২০০৮ সনের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন নির্বাচন কমিশন স্বেচ্ছাচারীভাবে কোন প্রকার পরিসংখ্যান বিশ্লেষন না করে জেলার আসন পুন©র্বন্যাস করে একটি আসন কমিয়ে ৩টি আসন করে। আর এতে জেলার সংসদীয় সীমানা বদলে যায়।২টি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন হয়। সীমানা পরিবর্তন হওয়ায় একদিকে যেমন সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকান্ড তদারকীতে বিঘ্ন ঘটছে, প্রত্যেক উপজেলায় উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন ব্যহত হচ্ছে তেমনি জেলার উন্নয়ন বরাদ্দ গত চার বছরে প্রায় ১০ কোটি টাকা কম এসেছে। এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের নেতাকর্মীরা ৪টি আসনের হলে জনগণ বেশী উপকৃত হবে বলে আশাবাদি। ৩হলে বরাদ্ধ কম আসে।


মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলা নিয়ে ১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০১ সালের নির্বাচন পর্যন্ত জেলার ৪টি সংসদীয় আসন ছিল। ২০০৮ সালের নির্বাচনের সময় আসন পুনর্বিন্যাসের ফলে জেলার একটি আসন কমিয়ে তিনটি আসন করা হয়। প্রতি দু’টি উপজেলা নিয়ে একটি আসন করা হয়। ২০০৮ সালের নির্বাচনের সময় জেলা জনসংখ্যা ছিল ১২ লক্ষ ৯৩ হাজার ৯শ ৭২। ২০১১ সালে আদম শুমারির তথ্য অনুযায়ী জেলা জনসংখ্যা দারিয়েছে ১৫ লক্ষ ২ হাজার ৪শ ৪৯। জেলার জন সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৭৪। গত ২০০৮ সালের নির্বাচনের সময় মুন্সিগঞ্জ-১ আসনের জনসংখ্যা ছিল ৪ লক্ষ ৭০ হাজার। বর্তমানে সেখানে দাড়িয়েছে ৫ লক্ষ ৬৯ হাজার, মুন্সিগঞ্জ-২ আসনে ছিল ৩ লক্ষ ৫৮ হাজার বর্তমানে ৩ লক্ষ ৭০ হাজার, মুন্সিগঞ্জ-৩ আসনে ছিল ৪ লক্ষ ৬৫ হাজার বর্তমানে ৫ লক্ষ ৬৪ হাজার। এক পরিসংখ্যানে দেখা যায় ১৯৯৬ সালের নির্বাচনে জেলায় মোট ভোটর ছিল ৫ লক্ষ ৯৫ হাজার। ২০০১ সালের নির্বাচনে ছিল ৮ লক্ষ ৪৯ হাজার আর ২০০৮ সালের নির্বাচনে ছিল ৯ লক্ষ ৩০ হাজার।

মুন্সিগঞ্জ ঢাকা শহরের পাশ্ববর্তী জেলা হওয়ায় মুন্সিগঞ্জের জনসংখ্যার একটি বিরাট অংশ চাকুরী, ব্যবসা ও শিক্ষার স্বার্থে ঢাকা শহরে বসবাস করছে। ২০১১সালের আদম শুমারির সময় ঢাকায় বসবাসকারীরা ঢাকার জনসংখ্যা হিসেবে এসেছে। শুমারির সময় এতে মুন্সিগঞ্জের জনসংখ্যা প্রকৃত জনসংখ্যার চেয়ে কম হয়েছে। জনসংখ্যার সুমারীর সময় ঢাকায় নিবন্ধিত হলেও ভোটার নিবন্ধনের তারা মুন্সিগঞ্জের ভোটার হয়েছে। এর ফলে আদম শুমারীতে মুন্সিগঞ্জের জনসংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম হয়েছে। অভিজ্ঞ মহলের অভিমত ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী জেলাগুলোর সংসদীয় সীমানা শুধু মাত্র জনসংখ্যার ভিত্তিতে না করে ভৌগলিক বিবেচনায় এবং ভোটার সংখ্যার উপর ভিত্তি করে করা প্রয়োজন। এক পরিসংখ্যানে দেখা যায় জেলায় প্রতি ১০ বছরে প্রায় ৩ লক্ষ ভোটার বৃদ্ধি পাচ্ছে।


জেলার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেলাবাসী চারটি আসন পুনর্বহালের জোর দাবী জানাচ্ছে। তৎকালিন প্রধান নির্বাচন কমিশনার ২০০৯ সালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নির্বাচন কমিশনের সার্বার স্টেশন স্থাপনের এলাকা পরিদর্শনে এসে দৈনিক ইনকিলাবের সাথে বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিনাস করায় জেলার তথা মফস্বল এলাকার সংসদীয় আসন কমে গেছে। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করে পুন:সিদ্ধান্ত নেয়া হবে। দলমত নির্বিশেষে মুন্সিগঞ্জ জেলাবাসি জেলার উন্নয়নের এবং সংসদ সদস্যের সুষ্ঠু দলীয় কর্মকান্ড চালানোর স্বার্থে চারটি আসন পুনর্বহাল চাচ্ছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, জেলাবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সংসদ সদস্যের সেবা বৃদ্ধি করার জন্য জেলার ৪টি আসন পুনর্বহাল করা প্রয়োজন। বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিশাল সংসদীয় সীমানা না রেখে কমিয়ে এনে উন্নয়ন কর্মকান্ড নিবিড় পর্যাবেক্ষণ এবং জনগণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক নিবিড় করতে ৪টি আসন পুনর্বহাল করা প্রয়োজন। মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এড. মুজিবুর রহমান বলেন, জনগণের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক যত নিবিড় হবে স্থানীয় সরকার তত শক্তিশালী হবে। এ লক্ষ্যে ৪টি সংসদীয় আসন পুনর্বহাল করা প্রয়োজন।

এ বিষয় আওয়ামী লীগের জেলা প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সাংবাদিক কামাল আহম্মেদ বলেন, ভোটার হিসেবে ৩টি আসন হয়, এলাকা হিসেবে ৪টি আসন হয়। এখন নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কি হবে? তবে আসন ৪টি হলে এলাকায় বেশী বরাদ্ধ ও সুযোগ সুবিধা বেশী পাওয়া যায় বিধায় আসন ৪টি হলেই মুন্সিগঞ্জ জেলাবাসীর জন্য সুবিধাজনক।

টিএনবি

Leave a Reply