নারায়ণগঞ্জের বন্দরে যৌতুকের জন্য শ্বাস রোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক সন্তানের জননী তরুণী গৃহবধূকে । তার নাম ডালিয়া আক্তার (২১)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কল্যান্দি এলাকায় ওই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই বাবু বাদি হয়ে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশের ধারনা ডালিয়াকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে।
নিহতের ভাই বাবু জানান, মঙ্গলবার রাত ১১টায় ডালিয়ার শ্বশুর বাড়ি থেকে তাদের টেলিফোনে জানানো হয়, ডালিয়া হৃদ যন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে। খবর পেয়ে তারা এসে দেখতে পান ডালিয়ার গলা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। বিষয়টি তারা বন্দর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরীর সময় কৌশলে ডালিয়ার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়।
১৭ মাস পূর্বে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া গ্রামের আরজ ঢালীর মেয়ে ডালিয়া আক্তারের সাথে বন্দরের কল্যান্দী এলাকার মোহাম্মদ আলীর মেয়ে সোহেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল ২ লাখ টাকা যৌতুকের জন্য ডালিয়ার উপর নির্যাতন শুরু করে বলে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়। ৬ মাস আগে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়।
বন্দর থানার ওসি নূর মোহাম্মদ জানান, ওই ঘটনায় নিহতের স্বামী সোহেল, ছোট ভাই রুস্তম আলী ও শাহীন, ছোট বোন ইতি এবং শ্বাশুড়ি সাফিয়ার নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে।
বাংলাপোষ্ট২৪

Leave a Reply