মুন্সিগঞ্জ জেলার ৬টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মের অনুসারীদের সারদীয় দূর্গাপূজা অনাড়ম্বরভাবে উদ্যাপিত হচ্ছে। বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায় প্রতিটি পূজা মন্ডপই রঙিন সাজে সজ্জিত হয়ে প্রতিমাগুলো তার আপনগুন ছড়িয়ে দিচ্ছে সনাতন ধর্মালম্বীদের মাঝে। ৬টি উপজেলায় মোট ২৪৬টি পূজা মন্ডপে সারদীয় দূর্গা পূজা উদ্যাপন হচ্ছে। সবচেয়ে বেশী পূজা মন্ডপ হয়েছে সিরাজদিখান উপজেলায় ৮৪টি, এর পরে শ্রীনগর উপজেলায় ৫৪টি, টংগীবাড়ি ৪২টি, সদর উপজেলায় ৩২টি, লৌহজং ২৬টি, গজারিয়ায় ৮টি। প্রতিমাগুলো বিসর্জনের মধ্যে দিয়ে সারদীয় দূর্গাপূজা শেষ হবে। তবে বিসর্জনের পূর্বে কোন পূজা মন্ডপের প্রতিমাগুলো সবচেয়ে সুন্দর হয়েছে তার উপরে প্রতিটি উপজেলায় আলাদা আলাদা পরে জেলা ভিত্তিক পুরস্কারের ব্যাবস্থা করে থাকেন পূজা উদ্যাপন কমিটিগুলো।
সিরাজদিখানের ৮৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূঁজা পালিত হচ্ছে। পাশাপাশি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনা মানুষের মাঝে কিছুটা শঙ্কার সৃষ্টি করেছে। তবে স্থানীয় প্রশাসনের সতর্কাবস্থা অবলম্বনে জণমনে স্বস্তি ফিরে এসেছে।
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ২০ অক্টোবর থেকে সারা দেশেই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে। ৫ দিনব্যাপী চলবে।
জেলায় সকল উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী মন্দিরে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গপূজা পালন করছে। প্রতিটি মন্দিরেই এ উৎসবের আয়োজনে এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন আয়োজকরা।
একাধিক মন্দিরে মূতি তৈরির অর্ডার নিয়ে কাজ শেষ করেছেন এক একজন শিল্পী কারিগর। এই সব শিল্পীদের সারা বছরের আয় আসে এই শারদীয় উৎসবের মূর্তি তৈরির শ্রমের মজুরি থেকে। সিরাজদিখান উপজেলার আবির পাড়া গ্রামের মৃৎশিল্পী বাবুল চন্দ্র পাল জানান, এবার তিনি ৬টি মন্দিরে মূর্তি তৈরির কাজ ৬ জন সহশিল্পী নিয়ে করেছেন। প্রতিটি মূর্তি নির্মাণের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। আর এই আয় দিয়ে তার সংসার ৬ মাস চলেবলে তিনি জানান। শঙ্কর পাল বলেন, শারদীয় উৎসবই বাংলাদেশে সবচেয়ে বড় পূজা। এবার তিনি ৬টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। এর আয় দিয়েই তার সারা বছর সংসার চলে বলে জানান।
কমল চন্দ্র গোস্বামী বলেন, মালখানগর কালাচাঁন মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও দুর্গা পুজা চলছে। কখনো এখানে কোন প্রকার সমস্যা হয় নাই। সিরাজদিখানের গোপাল পাল সদর উপজেলার জয়কালিমন্দিরের প্রতিমা তৈরী করেছেন এক মাসে তার মজুরী হয়েছে ৩০হাজার টাকা। ১মাস সময় নিয়ে সে তার প্রতিমা তার তুলির মাধ্যমে সুন্দর করে সাজিয়েছেন। মোট খরচ হয়েছে ১লাখ টাকা।
সিরাজদিখান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সমরেশ নাথ বলেন, সম্প্রতি কঙবাজারের রামু ও উখিয়ায় সংখ্যালঘুদের মন্দির ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা সব সংখ্যালঘুর মনেই আতঙ্ক সৃষ্টি করেছে। সিরাজদিখানে সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস রয়েছে, সরকার যে পদক্ষেপ নিয়েছেন তাতে আশা করি সুষ্ঠুভাবেই উৎসব সম্পন্ন হবে।
সিরাজদিখান পূজা উদযাপন কমিটির আহববায়ক এডভোকেট রাধাকৃষ্ণ শীল বলেন, এবার সিরাজদিখানে ৮৪টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা চলছে।
সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ বলেন, প্রতি বছরের মতো অনেক আনন্দের সঙ্গে উৎসাহ-উদ্দীপনা নিয়ে পূজা উদযাপন করছে। শারদীয় উৎসবে এই উপজেলার ৮৪টি পূজার বিশাল আয়োজন দেখে আমি মুগ্ধ। তিনি আরো বলেন, সিরাজদিখানে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টামত্ম রয়েছে। এখানে শত শত বছর ধরে হিন্দু-মুসলমান মিলেই এ উৎসব পালন করে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আবুল কাসেম জানান, প্রতি বছরের মতো এবারো সরকার অনুদান দিয়েছেন। দুর্গাপূজায় পরিবেশ ও আইন-শৃঙ্খলা সুন্দর রাখতে সরকারের নির্দেশ মোতাবেক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইন-চার্জ শেখ মাহবুবুর রহমান বলেন, সিরাজদিখানে ৮৪টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা রয়েছেন।
এ বিষয়ে জেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সমর কুমার ঘোষ বলেন আগামী বুধবার প্রতিমা বিসর্জন দেয়া হবে। প্রতিটি উপজেলা ভিত্তিক প্রতিমার উপরে পুরস্কারের ব্যবস্থা করা হয়ে থাকে প্রতিবছর। এ বছরও উপজেলা ভিত্তিক পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে। । তিনি আরো বলেন প্রতিটি পূজা মন্ডপ প্রতিমাসহ তৈরী করতে খরচ হয়েছে সর্বনিম্ন ৬০ হাজার টাকা। এবারের হিন্দু সম্প্রদায়ের বৃহত্তর দূর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এ সরকার।
টিএনবি
Leave a Reply