পূঁজা দেখতে গিয়ে…

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দূর্গা উৎসবে পূঁজা দেখতে গিয়ে লাঠিপেটায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত শাওন পুরা গ্রামের বিল্লাল মোল্লার ছেলে। সে পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার রাতে টঙ্গিবাড়ি উপজেলার পুরা বাজার এলাকায় পূঁজা দেখতে গেলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সমবয়সী কতিপয় যুবক শাওনকে লাঠিপেটা করে। এতে গুরুতর আহত হলে তাকে স্থাণীয়ভাবে চিকিৎসা দেয় পরিবারের স্বজনরা।


সন্ধায় আহত শাওন আবারও অসুস্থ হলে পড়লে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে সে মারা যায়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে টঙ্গিবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ’র সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে ধরেননি।


তবে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান বিপিএম বাংলানিউজকে জানান, আহত শিশু বুধবার রাতে মারা গেছে, এমন খবর পেয়ে টঙ্গিবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম
================

টঙ্গিবাড়িতে পূজা দেখতে গিয়ে লাঠিপেটায় এক শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দুর্গা উৎসবে পূজা দেখতে গিয়ে সন্ত্রাসী হামলায় শাওন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সে মারা যায়। এর আগে মঙ্গলবার রাত ৮ টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন পুরা গ্রামের বিল্লাল মোল্লার ছেলে । সে পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

টঙ্গিবাড়ি থানার এসআই মো. শামসুল জানান, পুরা বাজারে পূজা দেখে বাড়ি ফেরার পথে সিগারেট খাওয়া নিয়ে একই এলাকার সিমবাদ ও ফজলু’র সঙ্গে শাওনের বিবাদ বাঁধে। এ সময় সিগারেট খাওয়ার অপরাধে সমবয়সীরা লাঠিপেটা করলে শিশু শাওন মারাত্মক আহত হয়।

এ ঘটনায় বুধবার রাত ৮ টার দিকে টঙ্গিবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে যান। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

জাস্ট নিউজ

Leave a Reply