মাওয়া ঘাটে গণচাঁদাবাজি

মাওয়াঘাটের বিভিন্ন পয়েন্টে ঈদকে সামনে রেখে গণচাঁদাবাজি চলছে। একটি সিন্ডিকেট মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে খেয়াঘাটের মাওয়া অংশে লঞ্চ-সি-বোট যাত্রীদের কাছ থেকে জেলা পরিষদের ইজারাদার ও বিআইডব্ল্লিউটিএ’র ইজারাদার উভয়েই ৩ টাকা ও ২ টাকা করে উভয়ঘাটে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে।

ঈদের চাঁদা হিসেবে লঞ্চঘাটও দুই ইজারদারকে এবং সি-বোট ঘাটেও উভয়কেই যাত্রীরা ওই চাঁদা দিচ্ছেন। এতে সি-বোট ঘাটে জেলা পরিষদের ইজারাদারকে নির্ধারিত টোলের ২ টাকা ও ঈদ উপলক্ষ্যে আরো ৩ টাকা দিতে হচ্ছে। এই ঘাটে বিআইডব্ল্লিউটিএ’র নিযুক্ত ইজারাদারকে নির্ধারিত টোলের ৩ টাকা ছাড়াও আরো ২ টাকা দিতে হচ্ছে।


এদিকে, লঞ্চঘাটে জেলা পরিষদের ইজারাদারকে নির্ধারিত টোলের ৩ টাকার সঙ্গে ঈদের জন্য আরো ২ টাকা মোট ৫ টাকা দিতে হচ্ছে প্রত্যেক যাত্রীকে। লঞ্চঘাটে বিআইডব্ল্লিউটিএ নির্ধারিত ২ টাকার পাশাপাশি বাড়তি ৩ টাকা করে দিতে হচ্ছে।

অন্যদিকে, খেয়াঘাটের মাওয়া অংশে পদ্মা পাড়ে গরুবোঝাই ট্রলার ভেড়ানো হলেই গরু প্রতি ১শ’ টাকা করে ঈদ বখশিস হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। আবার ট্রলার থেকে গরু নামানোর পর ট্রাকে তোলা গরুবোঝাই প্রতি ট্রাক থেকে ১শ’ টাকা করে ঈদ বখশিশ নিচ্ছে সিন্ডিকেটটি।


খেয়াঘাটের মাওয়া অংশের জেলার পরিষদের ইজারাদার যুবলীগ নেতা হামিদুল ইসলাম ও বিআইডব্লিউটিএ’র নিযুক্ত ইজারাদার আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেনের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে এ চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও দুই ইজারাদারই এ কথা অস্বীকার করেছেন।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ বলেন, মাওয়ায় ঈদ বখশিশ আদায়ের খবর শুনি। কিন্তু কেউ তো পুলিশের কাছে অভিযোগ করেন না। সি-বোট যাত্রীদের কাছ থেকে পন্টুনে কাউন্টার বসিয়ে বিআইডব্লিউটিএ ১’শ টাকার স্থলে ১’শ ২৫ টাকা হারে আদায় করছে।

জাস্ট নিউজ

Leave a Reply