টঙ্গীবাড়ীতে গরুর হাটে লন্ডন প্রবাসীর উপর হামলা

ব. ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও কোরবানির গরুর হটে গরু কেনাবেচাঁকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গতকাল বৃহস্পতিবার লন্ডন প্রবাশি সেলিম আহম্মেদ ও তার পিতা মোশাররফ হাওলাদার আহত হয়েছে। তাদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপেক্রে ভর্তি করা হয়েছে। জানাগেছে, উপজেলার আপর কাঠি গ্রামের মোশররফ হাওলাদার এর লন্ডন প্রবাশি ছেলে সেলিম আহম্মেদ বালিগাঁও বাজারে একটি গরু ৮০ হাজার টাকা দাম করে গরুর মালিক এই দামে গরুটি বিক্রি করতে রাজি হলে অপরপক্ষের রাজন ও শান্ত একই দামে গরুটি গরুর মালিকের নিকট হতে জোর করে কিনে নিতে চায়। এতে দু পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে বালিগাও গ্রামের রাজন ও শান্তর নেতৃত্বে ৮-১০ জন হামলা চালালে উক্ত লন্ডন প্রবাশি ও তার পিতা আহত হয়।

Leave a Reply