বিচার কার্য সম্পন্য করে দিবে বলে লম্পট ধর্ষক ও ধর্ষিতার পরিবারেরর কাছ থেকে ৪০ হাজার টাকা করে জমা নিয়েও বিচার না করে ৪০ হাজার টাকা আত্বস্যাতের অভিযোগে ওই ইউপি সদস্য মো.আজিবর ও ধর্ষকসহ মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষিত শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষক পালং দেওয়ান ও বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজীবরসহ ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ধর্ষিত শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্য করা হয়েছে বলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: এহসানুল করিম জানিয়েছেন।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আবুল বাসার এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঈদের পর দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দি গ্রামে সরদারকান্দি কিন্ডার গার্টেন স্কুলের কেজি শ্রেনীর ছাত্রীকে প্রতিবেশী বখাটে যুবক পালং দেওয়ান ধর্ষন করেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে বিচার শালিসের আশ্বাস দিয়ে ধর্ষিত ও ধর্ষকের পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা নিয়েও স্থানীয় ইউপি সদস্য আজিবর ওই টাকা আত্বস্যাত করে ঘটনা ধামাচাঁপা দেওয়ার প্রচেষ্টা চালায়। ঘটনা টালবাহানা করে ধামাচাঁপা দেবার আভাশ পেয়ে মঙ্গলবার রাতেই ধর্ষিত ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষক পালং দেওয়ান ও বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আজীবর-সহ ৫ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। ইউপি সদস্য ও ধর্ষকসহ আসামীরা পলাতক রয়েছে বলে ওসি মো: আবুল বাসার জানিয়েছেন।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply