গ্রেফতার ১
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় সালিশ চলাকালে কনের বাবার হামলায় বরের মামা নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার ব্র্জেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী পরিবারের বোবা চিত্তরঞ্জন দাসের মেয়ে গোপাল পোদ্দারের ভাগিনার সাথে বিবাহ হয়। এই বিবাহ মেনে নিতে পারেনি ভাই সত্যরঞ্জন দাস ও বিষ্ণুরঞ্জন দাস। এই বিবাদ এসে পড়ে রান্না করার জন্য রান্না ঘর ব্যবহারে আপত্তি নিয়ে। এই স্থানীয় সালিশী বৈঠক বসে। বৈঠকের এক পর্যায় চিত্তরঞ্জন দাস পায়ের জুতা দিয়ে গোপাল পোদ্দার মাথায় আঘাত করলে সাথে সাথে ষ্ট্রোক করে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।
রাতেই পুলিশ চিত্তরঞ্জন দাসকে পুলিশ গ্রেফতার করে।
অপরিদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সত্যরঞ্জন দাস ও বিষ্ণুরঞ্জন দাসকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। নিহত গোপাল পোদ্দার (৫০) ওই গ্রামেরই মৃত সুরেশ পোদ্দারের ছেলে।
শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বাড়ির রান্নাঘর ব্যবহার নিয়ে রাত ৯টার দিকে গোপালের বাড়িতে পারিবারিক সালিশ বৈঠক চলছিল। বৈঠক চলাকালেই ওই তিন ভাই গোপালের মাথায় শক্ত জুতা দিয়ে আঘাত করেন। এতে গোপাল মাটিতে লুটিয়ে পড়েন। অভিযুক্তদের মধ্যে চিত্তরঞ্জনদাসকে গ্রেফতার করা হয়েছে।
টিএনবি
Leave a Reply