মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া সড়কের পাশে ফসলি জমিতে স্থাপিত হাউজিং ও ইন্ডাস্ট্রিয়াল পার্কের দুই শতাধিক সাইনবোর্ড উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এসব কোম্পানির কোনো বৈধ কাজগপত্র না থাকায় সাইবোর্ড সরিয়ে নেয়া হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন বিনতে শেখ।
তিনি বলেন, সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের কুচিয়ামোড়া, কেয়াইন ও শিবরামপুর মৌজার ফসলি জমিতে অবৈধভাবে আল মুসলিম ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডেসটিনি শত শত সাইনবোর্ড লাগায়।
এসব কোম্পানির রিহ্যাবের সার্টিফিকেট, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলা প্রসাশকের অনুমতিপত্র নেই। ৩ দফা নোটিশ দিয়ে সর্বশেষ গত ৮ অক্টোবরের মধ্যে তাদের কাগজপত্র জমা দিতে বলা হলেও কোম্পানিগুলো কোনো কাগজপত্র দিতে পারেনি।
তবে একইস্থানে কৃষি জমিতে ‘আমিন মোহাম্মদ মডেল সিটি’র সাইনবোর্ড উচ্ছেদ না করা প্রসঙ্গে ম্যাজিস্ট্রেট বলেন, তাদের কিছু কাগজপত্র আছে, বাকিগুলো চলমান প্রক্রিয়ায় রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর
Leave a Reply