বিদেশ যাওয়াকে পুঁজি করে একটি প্রতারক চক্র মুন্সীগঞ্জ সিরাজদিখানের মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রতারনার ফাদে ফেলে সর্বশান্ত করেছে অনেক পরিবারকে। কেউ আবার ফিরছেন লাশ হয়ে। কিছুদিন আগে মালোয়েশিয়ায় মাতাল তামিল, মালইদের চাঁদাবাজী ও আক্রমনে ১০ (দশ) বাংলাদেশী যুবকের মধ্যে ১ (এক) জন প্রাণ হারান ও । আক্রমনের শিকার নিহত শিপলুর (২৫) বাড়ী মুন্সীগঞ্জ জেলার, সিরাজদিখান উপজেলার, টেংগুরিয়াপাড়া গ্রামে। বুধবার গ্রামের বাড়ীতে তাঁর লাশ পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
নিহত শিপলুর পিতা মোঃ শাহজালাল জানান, আদম ব্যবসায়ীরা মোটা অংকের বেতনের কথা বলে শিপলুকে ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকার বিনিময়ে এজেন্সি ইন্টারন্যাশনার ট্রাভেল্স এর মাধ্যমে সরাসরি ফাইট দেওয়ার কথা বলে ১৭ (সতের) মাস পূর্বে শিপলুকে মালোয়েশিয়া পাঠায়। কিন্তু শিপলুকে সরাসরি ফাইট না দিয়ে ভেঙ্গে ভেঙ্গে মালোয়েশিয়া পাঠায়। দালাল চক্র শিপলুকে কথা মোতাবেক কাজ না দিয়ে সাপ্লাই এর কাজে লাগিয়ে দেন। সাপ্লাই কাজ হওয়াতে শিপলুর নিয়মিত কাজ থাকতো না।
তা ছাড়া বেতনও কম পেত। গত ঈদের ৪/৫ দিন আগে শিপলু আমাকে ফোন করে জানায়, দুই তিন মাস যাবৎ বেতন পাচ্ছিনা এই ঈদে টাকা পাঠাতে পারবো না। এটাই আমার শিপলুর সাথে শেষ কথা। নিহত শিপলুর মালোয়শিয়া থেকে বাংলাদেশে লাশ নিয়ে আসা নিহত শিপলুর মামা মনির হোসেন জানান, শিপলুকে মালোয়শিয়া তামিল ও মালইরা গত ২৫-১০-১২ তারিখে মালোয়শিয়ান সময় সন্ধ্যা ৭.০০ টার সময় চাঁদার দাবিতে শিপলুর উপর দা কুড়াল নিয়ে আক্রমন করে তার মাথায় ও পিঠে কুড়ালের ৪/৫ টি আঘাত করে। আমরা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে শিপলুকে মালোয়শিয়ান কান হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করি। ০২-১১-১২ ইং তারিখে সকাল ৭.০০ টায় শিপলু কান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। মালোয়শিয়ার জামিল জায়া এন্টারপ্রাইজের শিপলু সাপ্লাইয়ের কাজ করতো।
এ বিষয়ে এজেন্সি ইন্টারন্যাশনাল ট্রাভেল্স এর অফিসে খোজ নিয়ে কাউকে পাওয়া যায়নি। গত রাত ৩.০০ টায় মালোয়শিয়ার একটা ফাইটে করে নিহত শিপলুর লাশ বুধবার ৫.৩০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছে। নিহত শিপলুর লাশ গ্রামের বাড়ীতে এলে হাজার হাজার সুভকাঙ্খি নিহত শিপলুর লাশ দেখতে এসে কান্নায় ভেঙ্গে পরে। দুপুর ১২ টার দিকে নিহত শিপলুর লাশ টেংগুরিয়া পাড়া কবস্থানে দাফন করা হয়।
টাইমস্ আই বেঙ্গলী
======================
সিরাজদিখানের যুবক মালয়েশিয়ায় খুন
মালয়েশিয়া শহরে তামিল ও মালাইদের হাতে খুন হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার টেংগুরিয়া পাড়ার শিপলু (২৫)। শিপলু সিরাজদিখান উপজেলার টেংগুরিয়া পাড়ার মো. শাহ জালালের ছেলে। ঈদের ২ দিন আগে টাকা চেয়ে না পেয়ে তামিল ও মালাইরা কুপিয়ে তাকে হত্যা করে।
বুধবার সকালে জেলার সিরাজদিখানে নিহত শিপলুর লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বেলা ১২টার দিকে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
জানা গেছে, এক বছর ৭ মাস আগে ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি নামে একটি কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া পাড়ি জমায় যুবক শিপলু। এতে পরিবারটির খরচ হয় ৫ লাখ টাকা। মালয়েশিয়ার জামিল জায়া এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানিতে কাজ করতেন শিপলু।
এ বিষয়ে নিহতের মামা মনির হোসেন বাংলানিউজকে জানান, গত ২৫ অক্টোবর মালয়েশিয়ার সময় সন্ধ্যায় ৭ টার দিকে তামিল-মালাই দুর্বৃত্তরা টাকার দাবিতে শিপলুকে ধারালো দা-কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপায়।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার হাসপাতালে ভর্তি করা হলে গত ২ নভেম্বর সকাল ৭টার দিকে তিনি মারা যান। বুধবার তার লাশ গ্রামের বাড়িতে আনা হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে জোহর নামাজ শেষে দাফন করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply