আওয়ামীলীগ ও যুবলীগের দেড়শ নেতাকর্মী বিএনপিতে যোগদান

মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ানের নওপাড়াস্থ একটি ক্লিনিকে বিএনপির উদ্যোগে শনিবার সন্ধ্যায় ঈন পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈন পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা। বৌলতলী ইউনিয়ন সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুস সালাম, জেলা সহ দপ্তর সম্পাদক আনিসুর রহমান, লৌহজং থানা বিএনপি সভাপতি শাহজাহান খান, সদর উপজেলা সভাপতি মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বৌলতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস খান, অপর নেতা ফরিদখানসহ ১৫০ আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করে।


টিএনবি

Leave a Reply