শ্রীনগরে ফতোয়াবাজদের বিরুদ্ধে মামলা, সমন জারি

আইনজীবী ও তার পরিবারকে সমাজচ্যূত
মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনজীবীর পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় ফতোয়াবাজদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালত-মুন্সীগঞ্জে বাদী হয়ে এ মামলা দায়ের করেন আইনজীবী সোহেল হোসেন। সিআর মামলা নম্বর ১৩৮/১২।

এ মামলায় শ্রীনগরের কেয়টখালী গ্রামের আরফান খালাসি,আনোয়ার হোসেন, মামুন, শহীদুল, মুজাহিদ, মফিজুল, আলমগীর, সিদ্দিক খা, রিপন-এই ৯ ফতোয়াবাজকে আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালতের বিচারক মো. সাহাবুদ্দিন ফতোয়াবাজদের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৬ শে ডিসেম্বরের মধ্যে আদালতে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বাদী পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন খান ও সাবেক যুগ্ন-সম্পাদক মাসুদ আলমসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেয়।


মামলা সূত্র মতে, গত ২৭ শে অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়নের কেয়টখালী গ্রামের আইনজীবী একটি গরু কোরবানি দেয়। ইসলাম ধর্ম মোতাবেক তিন ভাগের এক ভাগ মাংস আতœীয়স্বজন, এক ভাগ নিজে ও অপর ভাগ নিজ হাতে গরীবদের মাঝে বিতরণ করা হয়। এতে করে ঈদের দিন এক নম্বর আসামি আরফান খালাসী অন্য আসামিদের নিয়ে তার বাড়িতে বেআইনীভাবে অনধিকার প্রবেশ করে গালিগালাজ এবং তাকে সমাজচ্যুত করার হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে গত ৯ই নভেম্বর বাদ জুম্মা দক্ষিণ কেয়টখালী মসজিদে মুসল্লিদের নিয়ে বিবাদীরা আলোচনায় বসে। বিবাদীদের কথা মতো কোরবানির মাংস মসজিদে না দেবার কারণে বিবাদীরা একে অপরের সঙ্গে পরামর্শ করে মুসল্লিদের সামনে আইনজীবী ও তার পরিবারকে সমাজে একঘরিয়া করার ঘোষণা দিয়ে ফতোয়া জারি করে।

এ সিদ্ধান্ত গ্রামের লোকজনকে মেনে বাদী ও তার পরিবারের সঙ্গে গ্রামবাসীকে যোগাযোগ বন্ধের নির্দেশ প্রদান করে। বিবাদীদের কথা, কাজ, আচরণে বাদীর ব্যাপকভাবে মানহানি হয়েছে। বাদী সমাজে হেয় প্রতিপন্ন হয়েছে। আসামিরা বাদী ও তার পরিবারকে রাস্তাঘাটে চলাচলে বাঁধা সৃষ্টি করছে। এতে করে শান্তি ভঙ্গের সম্ভবনা দেখা দিয়েছে।

===============================

শ্রীনগরে একটি পরিবারকে ‘একঘরে’ করায় মানহানি মামলা

কোরবানির মাংস সমাজপতিদের হাতে বণ্টন না করার জেরে মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি পরিবারকে ‘একঘরে’ করার ঘটনায় সোমবার দুপুরে আদালতে মানহানির মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী। শ্রীনগর উপজেলার দক্ষিণ কেয়টখালী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আরফান খালাসী, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনসহ নয় সমাজপতির বিরুদ্ধে এ মামলা করেন অ্যাডভোকেট সোহেল হোসেন। দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তিন নম্বর আমলি আদালতে এজাহার করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাবুদ্দিন আইনজীবীর অভিযোগ আমলে নেন। মামলার অন্য আসামিরা হচ্ছেন_ শহীদুল ইসলাম, মামুন, সিদ্দিক খাঁ, মুজাহিদ, আলমগীর, মফিজুল ও রিপন। আসামিদের সবাই দক্ষিণ কেয়টখালী গ্রামের বাসিন্দা। আইনজীবী সোহেল হোসেন সেখানকার শেখ মো. আনোয়ার হোসেনের ছেলে।


মুসলি্লরা জানান, দক্ষিণ কেয়টখালী জামে মসজিদভিত্তিক সমাজে কোরবানির গরুর মাংসের এক-তৃতীয়াংশ বণ্টন করার প্রথা চালু থাকলেও আইনজীবী সোহেল হোসেন তা না করে নিজেই গরিবদের মধ্যে বণ্টন করেন। তিনি কেন সমাজকে মাংস না দিয়ে নিজ হাতে গরিবদের বণ্টন করেছেন, এর জবাব চেয়ে পরপর দুই দফায় মসজিদ কমিটি আইনজীবীকে মৌখিক নোটিশ দেয়। আইনজীবী নোটিশের জবাব না দিলে ৯ নভেম্বর জুমা নামাজ শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আরফান খালাসীসহ সমাজপতিরা আইনজীবীর পরিবারকে ‘একঘরে’ করার ঘোষণা দেন।

সমকাল

Leave a Reply