মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর পাড় ঘেঁষে বালু কাটার অভিযোগে ২টি ড্রেজার ও ১টি বাল্কহেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গজারিয়ার হোসেন্দি ডোবারচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো নুরু মিয়া, শ্রমিক মিলন সরকার, জামাল হোসেন, পল্টু মিয়া ও কেরামত হোসেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, উপজেলার হোসেন্দি ডোবারচর গ্রাম ঘেঁষে বালু কাটার সময়ে অভিযান চালিয়ে ১টি বাল্কহেট ও ২টি ড্রেজার জব্দ করা হয়। এ সময় মালিক ও শ্রমিকসহ ৫ জনকে আটক করা হয়েছে। তীর ঘেঁষে বালু কাটার ফলে ডোবারচর গ্রামের নদী ভাঙন দেখা দিয়েছে। এ ঘটনায় গজারিয়া থানার এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
জাস্ট নিউজ
Leave a Reply