মুন্সিগঞ্জ সদর উপজেলার নৈরপুকুরপাড় চক থেকে ২দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে আন্না (১৭) নামের গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে মিরকাদিম পৌরসভার কাঠপট্টি ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় লক্ষীপুরের নুরু মিস্ত্রীর ছেলে ইউসুফ আলী (৩২) এর লাশ উদ্ধার করা হয়।
বিয়ের ৩দিন পর স্বামী মুক্তারের হাতে নির্মমভাবে খুন হন গর্ভবর্তী আন্না। আন্নার চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। মুন্সিগঞ্জ সদর উপজেলার নৈপুকুরপাড় চক থেকে সোমবার সকালে এস.আই নজরুল ইসলাম গর্ভবর্তী আন্না (১৭) নামের যুবতীর লাশ উদ্ধার করে। এ সময় চাচা, পিতা, মাতা ও বোনদের আহাজারিতে চকের আকাশ বাতাস ভালী হয়ে উঠে।
আলু চাষ করতে আসা শ্রমিকরা কচুরি সরাতে গেলে পা দেখতে পায়। পরে আশপাশের লোকদেরকে খবর দিলে সকাল থেকে হাজার হাজার লোক চকের মাঝে জড়ো হয় মেয়েটির লাশ দেখতে। এ সময় মেয়ের চাচা-বাবা ও মায়ের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে যায়।
স্থানীয় লোক জানায় ১বছর যাবৎ খালাতো ভাই মুক্তার হোসেনের প্রেম বিনিময় চলে আসছিল। এক পর্যায় অবৈধ সম্পর্ক গড়ে উঠে এবং গর্ভবর্তী হয়ে পরে। পরে ৭দিন পূর্বে মিরকাদিম পৌরসভার রামগোপালপুরের খোকন মিয়ার ছেলে মাক্তারের সাথে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হয়।
মুন্সিগঞ্জ এখন লাশের নগরীতে পরিণত হয়েছে। ফলে নদীতে লাশ পরে থাকলেও কোন পুলিশ উদ্ধার করতে যেতে চায় না। গেলেও ২/৩ঘন্টা পর যায়। দুই দিন পর পর মুন্সিগঞ্জ খূন আর লাশ পাওয়া যায়। ধর্ষণ, খুন, গুম এখন মুন্সিগঞ্জ বাসীর কাছে পরিচিত একটি নাম। লাশ উদ্ধারের সাথে সাথে আন্না খুনের অভিযোগে খুনী মুক্তারের মা কহিনুরকে গ্রেফতার করেছে পলিশ। দুটি লাশই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রবিবার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার ও মেয়ের বাবা সদর থানায় গিয়ে তিন জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়রি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০ দিন আগে ঘাসিপুকুর পাড় গ্রামের আমজাদ আলীর কন্যা আন্না আক্তারের সঙ্গে গোয়ালঘুর্ণি রামগোপাল পুর গ্রামের খোকন মিয়ার ছেলে মুক্তার হোসেনের সঙ্গে বিয়ে হয়। হতভাগীনি আন্নার প্রেমিকা ও খালাতো ভাইয়ের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় নববধু স্বামী সহ বাবার বাড়ীতে থাকছিল। গত ৩ দিন আগে ভোরে মুক্তার কাউকে কিছু না বলে নিরুদ্দেশ হয়। পরে বিকেলে আন্না স্বামীর ফোন পেয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার তার লাশ পাওয়া যায়। অপর দিকে কাঠপট্টি এলাকায় ধলেশ্বরী নদীতে অজ্ঞাতনামা উলঙ্গ এক যুবকের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এনেছে পুলিশ । আন্না আক্তার খুনের ঘটনায় শাশুরকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার অফিসার্স ইনচার্জ আবুল বাসার বলেন, শ্বাশুড়ীকে আটক করা হয়েছে। স্বামী মুক্তার হোসেনকে গ্রেফতারের জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধুর বাবা বাদী হযে সদর থানায় মামলা করেছে।
টিএনবি
=========================
মুন্সীগঞ্জে নদী-ডোবা থেকে নববধূসহ ২ জনের লাশ উদ্ধার, শাশুড়ি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী ও একটি ডোবা থেকে নববধূসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে নববধূ আন্না আক্তারের (১৮) হাতের মেহেদীর রং না মুছতেই তাকে বিয়ের ২ দিনের মাথায় হত্যা করা হয়। নিখোঁজের ২ দিন পর সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের নৈপুকুরপাড়ের একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নববধূ আন্না আক্তার একই ইউনিয়নের পাশ্ববর্তী ঘাসিপুকুরপাড় গ্রামের আমজাদ আলী শেখের মেয়ে।
গত ১৫ নভেম্বর সদর উপজেলার মিরকাদিম পৌর সভার রামগোপালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে সৌদি আরব প্রবাসী মুক্তার হোসেনের সঙ্গে আন্নার বিয়ে হয়। মুক্তার হোসেন বিয়ে করার জন্য গত ২ মাস আগে সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। বিয়ের ২ দিন পর গত ১৭ নভেম্বর বিকাল ৪ টার দিকে স্বামী মুক্তার হোসেনের ফোন পেয়ে নববধূ আন্না বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে পড়েন।
পরে সোমবার সকাল ১০টার দিকে মহাকালী ইউনিয়নের নৈপুকুরপাড়ের একটি ডোবা থেকে নববধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ নববধূর শাশুড়ি কহিনূর বেগম (৪০)-কে গ্রেপ্তার করে। এ ব্যাপারে নিহতের বাবা আমজাদ আলী শেখ বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন। হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহত নববধূর স্বামী মুক্তারকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মোটিভ জানা যাবে। এদিকে সোমবার বেলা পৌনে ১১টার দিকে ইউসুফ আলী (২৮) নামে এক বাবুর্চির লাশ সদর উপজেলার কাঠপট্রির পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। নিহত ইউসুফ লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব মাছিমপুর গ্রামের নূরু মিস্ত্রির ছেলে। ইউসুফ অন্বেষা এঙ্রপ্রেস নামে একটি আনলোডিং ড্রেজারে বাবুর্চির কাজ করতেন।
গত ১৭ নভেম্বর বেলা ১১টার দিকে সে নিখোঁজ হয়। ২ দিন নিখোঁজ থাকার পর সোমবার তার লাশ নদী থেকে পুলিশ উদ্ধার করে।
জাস্ট নিউজ
========================
নববধূকে হত্যার অভিযোগে শাশুড়ি আটক
মুন্সীগঞ্জ সদরের নৈরপুকুরপাড় এলাকায় আন্না আক্তার (১৯) নামে এক নববধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে পুলিশ ওই এলাকার ডোবার কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের শাশুড়ি কহিনুর বেগমকে আটক করা হয়েছে।
নিহত আন্না সদর উপজেলার ঘাসিপুকুরপাড় এলাকার আমজাদ আলীর মেয়ে।
সদর থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ধারনা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়।
তিনি আরও জানান, মাত্র ৫ দিন আগে সদর উপজেলার গোয়ালঘূর্নি রামগোপালপুর এলাকার খোকন মিয়ার ছেলে মুক্তার হোসেনের সঙ্গে আন্না বেগমের বিয়ে হয়। ৩ দিন আগে স্বামী মুক্তারের ফোন পেয়ে আন্না ঘাসিপুকুরপাড় গ্রামের বাবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
এ ঘটনায় নববধূর শাশুড়ি কহিনুর বেগমকে আটক করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply