বিক্ষোভ, অবরোধ ও জেলা ছাত্রলীগ সভাপতি লাঞ্ছিত হওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়ায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাছাইয়ের সমঝোতা বৈঠক শেষ হয়েছে। রোববার দুপুরে গজারিয়া উপজেলার ভাটেরচর এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে ছাত্রলীগ নেতাকে থাপ্পড় মারার ঘটনা নিয়ে সড়ক অবরোধ ও উত্তপ্ত পরিস্থিতির কারণে গজারিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কার্যক্রম স্থগিত করে দিয়েছেন নেতারা। এর ফলে নতুন কমিটি ঘোষণা ছাড়াই বৈঠক শেষ হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমনকে যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব থাপ্পড় দেয়ার ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় দুপুর আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা সড়কি, বল্লম ও রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে অবরোধকারীরা বালুয়াকান্দি এলাকার মেঘনা ভিলেজ পার্কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রতিরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ পদের প্রার্থীদের গঠনতন্ত্র অনুসারে সম্ভাব্য তালিকা তৈরি হয়েছে। এ তালিকা যাচাই-বাছাই করে করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব অভিযোগ করেন, এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বৈঠকে নেতাদের উপস্থিতিতে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন। তবে, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমনের সেলফোনে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বৈঠকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমনকে থাপ্পড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ইমামপুর, টেঙ্গারচর ও হোসেন্দী এলাকার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সড়কি, বল্লম ও রামদা নিয়ে মহড়া দেয় এবং সড়ক অবরোধ করে। পুলিশি বাধার কারণে তারা অগ্রসর হতে পারেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নতুন বার্তা
Leave a Reply