ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শাশুরীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মালয়শীয়া প্রবাসীর স্ত্রী গৃহবধূ লাকি আক্তার (২৪) গলায় নীজ কাপড় পেচিঁয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার গভীর রাতে গনাইসার গ্রামে নিজ পিত্রালয়ের পাশে নান্নু শিকদার এর পরিত্যাক্ত বাগানের তেতুল গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
জানাগেছে, উপজেলার পাচগাওঁ গ্রামের মৃত কালাই হাওলাদার এর ছেলে বাদশা (৩০) এর সাথে পার্শ্ববর্তী গনাইসার গ্রামের আঃ মান্নান সেখের মেয়ে লাকি আক্তার এর ৫ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। বৈবাহিক জীবনে লামিয়া (৩) ও সামিয়া (১) নামের তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুক সহ বিভিন্ন অজুহাতে লাকির উপর অত্যাচার করতো বাদশা ও তার মা নুর জাহান বেগম (৫৫)। এনিয়ে এলাকায় একাধিক বিচার ও শালিশী অনুষ্ঠিত হয়। পরে বাদশা গত ২ বছর পূর্বে মালয়শিয়া চলে গেলে,শাশুরী সহজ সরল পুত্র বধূ লাকিকে ঠিকমতো ভরন ও পোষন দিতো না। প্রায় তাকে মারধর করতো বলে একাধিক সূত্রে জানাগেছে। গত শনিবার তাকে পূর্ণরায় মারধর করলে সে বাবার বাড়ি গনাইসার গ্রামে চলে আসে। বাবার বাড়িতেও আশ্রয় না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী রাস্তার মধ্যে বসে গভীর রাত পর্যন্ত লাকি কান্নকাটি করে বলে জানান এলাকাবাসী।
পরে রোববার সকালে লাকির মৃতদেহ নান্নু শিকদার এর বাগান বাড়ির তেতুল গাছের মধ্যে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ঘটনায় নিহতে বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জাকির জানান, আমার বোন লাকিকে তার শাশুরী ঠিকমতো খাবার দিতো না। আমি কয়দিন আগেও আদামন চাল ও অন্যান্য খাবার সামগ্রী কিনে দিয়ে এসেছি। এছাড়াও বিভিন্ন সময় ওর শাশুরী ওকে মারধর করতো। এদিকে এলাকাবাসী লাকির মৃত দেহ নিজ কাপড়ের অর্ধেক অংশ দিয়ে পেচিঁেয় ঝুলন্ত অবস্থায় দেখে ধারনা করছে তাকে মেরে পরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই আরব আলি রহস্যজনক অবস্থায় লাশ ঝুলন্ত দেখতে পেয়ে সে মৃত দেহ উদ্ধার না করে থানার ওসি এসএ খালেক কে খবর দেয়। পরে ওসি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি এসএ খালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
টঙ্গীবাড়ীতে আত্মহননকারী গৃহবধূ লাকির ছবি।
Leave a Reply