নেতা লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগের সশস্ত্র মহড়া ও সড়ক অবরোধের ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়ায় থানায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গত রোববার দুপুর সোয়া ২ টার দিকে গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমনকে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ফয়সাল আহমেদ বিপ্লব কতৃক চর-থাপ্পরে লাঞ্ছিতের জের ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুয়াকান্দি এলাকায় ছাত্রলীগ কর্মীরা অবরোধ সৃষ্টি ও অস্ত্র মহড়া দিলেও ওই ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করেননি।
তার পরও পুলিশ নিজ উদ্যোগে ওই সব ছাত্রলীগ ক্যাডারদের উপর নজরধারী বাড়ানো হয়েছে। জড়িত ছাত্রলীগ ক্যাডারদের তদন্দ করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply