গৃহবধু হত্যার অভিযোগ: লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলার লতুব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকায় শিলা বাড়ৈ (২৫) নামে এক গৃহবধুর লাশ শুক্রবার বেলা ১১ টার দিকে উদ্ধার করেছে পুলিশ। যৌতুক বাবদ প্রবাস ফেরত স্বামীর দাবী শ্বশুরালয় তথা ঢাকার কেরানীগঞ্জের ৬ শতাংশ সম্পত্তি লিখে দিতে হবে। ওই দাবী মিটাতে না পারলে গৃহবধুর উপর নেমে আসে নির্মম নির্যাতন। স্বামীর এ নিষ্ঠুর আচরন সইতে না পেরে গৃহবধু বৃহস্পতিবার মধ্য রাতে বিষপান করে বলে সিরাজদীখান থানা পুলিশ জানিয়েছেন।

প্রতিবেশী নাম প্রকাশে অনিচ্ছুক ও এলাকার সচেতন মহল জানান, প্রায়ই পরিমল তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রহার করতো। পরিমল রাতে তার স্ত্রী শিলা বাড়ৈকে মেরে মুখে বিষ ঢেলে দিয়ে আত্ম হত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। পরিমলের বাবা নারায়ন মিত্র (৬৫) খবর দিয়ে জানান তার ছেলে বউ বিষ পানে আত্মহত্যা করেছে।

এ বিষয় শিলার বাড়ৈর বড় ভাই মানিক বাড়ৈ জানান, শিলার স্বামী পরিমল ও বাবা নারায়ন মিত্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করে একটি মামলা দায়ের করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্টের পরে অভিযোগ এজহার হিসেবে গণ্য হবে।


অপর ভাই তপন জানান, পরিমল মিত্র ও তার বাবা নারায়ন মিত্র যৌতুকের জন্য শিলাকে মেরে ফেলেছে রাত দশটায় আমাদের খবর দিয়েছে রাত ১টায়। হাসপাতালে নিয়েছে এ খবরটি সম্পূর্ণ মিথ্যা।

এস.আই জুলহাস জানান, রাতেই শিলা বাড়ৈকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিলার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে হস্তান্তর করেন। ঢাকা মেডিকেল

এ দিন দুপুরে ময়না তদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দীর্ঘ দিন প্রবাসে থাকার পর সম্প্রতি স্বামী পরিমল দেশে ফিরেন।

নিহত গৃহবধু শিলা বাড়ৈ ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুরকুটিয়া গ্রামের সুনীল বাড়ৈর মেয়ে। ৪ বছর আগে জেলার সিরাজদীখান উপজেলার খিদিরপুর এলাকার নারায়ন মিত্রের ছেলে পরিমল মিত্রের সঙ্গে শিলার বিয়ে দেওয়া হয়। তাদের এক সন্তান রয়েছে।

টিএনবি

Leave a Reply