বাংলাবাজারে আকস্মিক গুলি: আতঙ্ক

বুধবার সন্ধ্যারদিকে সদর উপজেলার আকস্মিক ৫/৭ রাউন্ড ফাকা গুলি হয়েছে। এতে বাজারটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যারদিকে জলদস্যু সোহেল মিজি (৩৫) নদী পথে স্পিড বোর্টে করে এসে গুলি বর্ষণ করে আবার ফিরে যায়। সে বাংলাবাজারের কালীরচরের মৃত আব্দুল খালেক মিজির পুত্র।

স্থানীয় সূত্র জানায়, মাটিকাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।

সদর থানার সেকেন্ড অফিসার সুলতানউদ্দিন জানান, তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply