সিরাজদিখানে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় শুক্রবার রাতে একটি ট্রাক থেকে ১৪ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বস্তাভর্তি ওই ফেনসিডিলের সংখ্যা গণনা চলছে। এক একটি বস্তায় ২ শতাধিক বোতল ফেনসিডিল মজুদ থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। উদ্ধার করা ফেনসিডিলের সংখ্যা প্রায় ৩ হাজার বোতল হতে পারে বলে অনুমান করছেন তারা। তবে এ ঘটনায় কাউকেই আটক বা গ্রেফতার করা যায়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন। ট্রাকে থাকা রংয়ের ড্রামের ভেতর ওই ফেনসিডিলের বস্তা মজুদ করা হয়। হাজার হাজার বোতল ফেনসিডিল প্রথমে বস্তাবন্দি করা হয়। পরে বস্তাগুলো রংয়ের ড্রামের ভেতর মজুদ করে ট্রাকে উঠানো হয়েছে।


ট্রাকটি (সাতক্ষীরা ট-১১-০০৮১) রাজধানীর উদ্দেশে খুলনা থেকে রওনা দেয়। মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি পারাপার হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে আসে রংয়ের ড্রাম বোঝাই ট্রাকটি। এ সময় শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে ফাঁড়ি পুলিশ ট্রাকভর্তি ফেনসিডিল পাচারের গোপন তথ্য পেয়ে যায়। এতে হাইওয়ে পুলিশের একটি টহলরত টিম গাড়িযোগে ট্রাকের পিছু নেয়। পুলিশের ধাওয়া খেয়ে ট্রাকটি জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী-২ নম্বর সেতুর নিচে ফেলে রেখে লোকজন পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ রংয়ের ড্রামবন্দি ফনসিডিলের বস্তা নিশ্চিত করে সিরাজদিখান থানা পুলিশকে খবর দেয়। থানার ওসির নেতৃত্বে পুলিশ ফেনসিডিলের বস্তা উদ্ধার করে।

জাস্ট নিউজ

Leave a Reply