আওয়ামী লীগের বিজয় র‌্যালী

রোববার মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এ বিজয় র‌্যালিটি অনুষ্ঠিত হয়। বিজয় র‌্যালীটি শহরের কাচারী চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদৰিণ করে করে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়।


এই র‌্যালীতে অংশ গ্রহণ করে জেলা আলীগের নেতা তোফাজ্জল হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মহসিন মাখন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দিন ভূইয়া, সদর থানা আওয়ামী লীগের সেক্রেটারী সামসুল ইসলাম কবীর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামাল হোসেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মুনসর আহমেদ কালাম, আধারা ইউনিয়ন চেয়াম্যান সোহরাব গাজী, শহর আওয়ামী লীগ নেতা নান্নু, মুন্সীগঞ্জ যুবলীগের কেন্দ্রীয় সদস্য মোয়াজ্জেম হোসেন, আলীগ নেতা সাইফুল বিন সামাদ শুভ্র, শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফ হোসেনসহ স্থানীয় নেতকর্মী।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply