শ্রীনগরে বেকারী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় গভীর রাতে বেকারী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দল বেকারী ব্যবসায়ীর পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এ ডাকাতি করে। ডাকাতরা নগদ ৫৮ হাজার টাকা, ১ টি মোটরবাইক ও ৮ টি মোবাইল ফোন সেট লুটে নিয়েছে। বেকারী ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়িতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি ডাকাত দল বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সকলের হাত-পা বেঁধে ফেলে। পরে মালামাল লুটে নিয়ে নির্বিঘ্নে এলাকা ত্যাগ করে।

এ ব্যাপারে শনিবার রাতে ভুক্তভোগী বেকারী ব্যবসায়ী আবুল কালাম শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

টিএনবি

Leave a Reply