এক পক্ষের উপস্থিতিতেই হয়ে গেল মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে বিরোধী শিবিরের স্থানীয় এমপি এম ইদ্রিস আলী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস গ্রুপের কাউকে দেখা যায়নি। সম্মেলনের শেষ মুহূর্তে আলোচনা-সমালোচনা এড়াতে জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে যুবলীগের নেতা ফয়সাল আহমেদ বিপ্লবও প্রার্থী হননি।
এ ঘটনায় জেলা আওয়ামী লীগের অভিভাবক মোহাম্মদ মহিউদ্দিনকে অনেকেই সাধুবাদ জানান-সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। গতকাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। শহর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এডভোকেট আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান। সম্মেলনে সভাপতি পদে একক প্রার্থী ছিলেন বর্তমান সভাপতি এডভোকেট আবদুল মতিন। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল সম্মেলনে ছিলেন অনুপস্থিত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক পদের ৬ প্রার্থী সাইদুর রহমান, মোহাম্মদ আলী, শহীদুজ্জামান শহীদ, মনির হোসেন নান্নু, মিজানুর রহমান নাছির ও মোয়াজ্জেম হোসেনের মধ্যে শীর্ষ নেতারা একজনকে মনোনীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাউন্সিলররা ভোট না দিয়ে জেলার ওই ২ শীর্ষ নেতার ওপর সাধারণ সম্পাদক মনোনীত করার দায়িত্বভার ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে। এক্ষেত্রে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাধারণ সম্পাদক পদের দৌড়ে এগিয়ে রয়েছেন।
এদিকে, আজ একই সময় একই স্থানে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন নিয়েও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রয়েছে অভিযোগ। ইতিমধ্যে সাধারণ সম্পাদক পদের প্রার্থী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান কার্য নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে বার বার চাওয়ার পরও তাকে কাউন্সিলরদের ভোটার তালিকা দেয়া হয়নি। গতকাল পর্যন্ত কাউন্সিলরদের ভোটার তালিকা তিনি পাননি। তালিকা না পাওয়ায় কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগও করতে পারেননি। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় তাকে পরাজিত করার অসৎ উদ্দেশ্যেই এ পথ বেছে নিয়েছেন বলে তিনি জানান। তারা জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনকে বিতর্কিত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এ পথ বেছে নেন বলে তিনি জানান।
এদিকে, গতকাল মানবজমিনে প্রকাশিত সংবাদের একাংশের বিরোধিতা করে মনছুর আহামেদ বলেছেন, জেলা আওয়ামী লীগ সভাপতি জোরপূর্বক কমিটি বানিয়ে ফেলে এতে প্রার্থী হলেই লাভ কি- এটা তার বক্তব্য নয়।
মানবজমিন
Leave a Reply