শ্রীনগরে ২ বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাতকাতরা ৬ ভরি সোনার গহনা, নগদ ৯৬ হাজার টাকা, ১৩টি মোবাইল সেট নিয়ে যায়। মঙ্গলবার রাতে শ্রীনগর উপজেলার ছয়গাঁও এবং ভূঁইচিত্র গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে ছয়গাঁও গ্রামের শাহেদ আলীর বাড়ির কলাপসিবলগেট ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় ডাকাতরা ভেতরে প্রবেশ করে ৪ ভরি সোনার গহনা, নগদ ৭০ হাজার টাকা, ৭টি মোবাইল সেট নিয়ে দ্রুত কেটে পড়ে।
ঘটনার সঙ্গে সঙ্গে এলাকার মসজিদের মাইক থেকে এলাকায় ডাকাত প্রবেশের সংবাদ প্রচার করা হয়। এর আগেই ডাকাতরা এলাকা ত্যাগ করে। ওদিকে ভোররাত ৪ টার দিকে একই ইউনিয়নের ভূঁইচিত্র গ্রামের সোহরাব মিয়ার বাড়িতে ১০-১৫ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ২ভরি ওজনের হাতের রুলি, নগদ ২৬ হাজার টাকা ও ৬টি মোবাইল সেট লুটে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছয়গাঁও গ্রামে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। ভূঁইচিত্র গ্রামের ঘটনাও ডাকাতি বলা চলে না।
মানবজমিন
Leave a Reply