মুন্সিগঞ্জে মাদক নির্মূলের প্রতিশ্রুতি
মুন্সিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান জোরদার হলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে যাচ্ছে। এতে গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও থেমে নেই মাদক ব্যবসা।
পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ১ ডিসেম্বর মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে পুলিশের অভিযান জোরদার করা হয়। এসব অভিযানে গত ২৫ দিনে ইয়াবা বড়ি, ফেনসিডিল, বিয়ার, গাঁজাসহ মোট ১০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এরা সবাই ক্ষুদ্র ও খুচরা মাদক ব্যবসায়ী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা অভিযোগ করেন, এই জেলায় মাদক ব্যবসা যার ছত্রছায়ায় চলে, পুলিশ তার কাছেই যেতে পারছে না। ব্যবসা বন্ধ হবে কীভাবে? চুনোপুঁটিদের ধরে লোক দেখানো অভিযান চালাচ্ছে পুলিশ।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম কাদের মোল্লা জানান, পুলিশ সুপারের প্রতিশ্রুতির পর জেলায় মাদক প্রতিরোধে পুলিশের তৎপরতা বেড়েছে। কিন্তু তার পরও মাদক ব্যবসা থেমে নেই। কারণ, এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে, তারা সবাই ছোট ও খুচরা ব্যবসায়ী। বড় ব্যবসায়ী ও গডফাদার একজনও গ্রেপ্তার হয়নি।
পুলিশ জানায়, চারদিকে সহজ যোগাযোগব্যবস্থা থাকায় বিভিন্ন দিক থেকে মুন্সিগঞ্জে সহজেই মাদক ঢুকছে। এই জেলার পূর্ব দিক দিয়ে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এবং উত্তরে খুলনা-মাওয়া-ঢাকা মহাসড়ক। চারপাশ ঘিরে রয়েছে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতী নদী। চারদিকে ঢোকার পথ থাকায় এই জেলাকে মাদকমুক্ত করা অন্য জায়গার তুলনায় কঠিন। তার পরও পুলিশ জেলায় মাদক প্রতিরোধে গত ২৫ দিনে উল্লেখযোগ্যসংখ্যক অভিযান পরিচালনা করেছে।
মুন্সিগঞ্জের সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘পুলিশ সুপার মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।’ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক, তাদের গ্রেপ্তার করা উচিত। আর জেলার যত বড় নেতা বা তার ছেলে এই ব্যবসায় জড়িত থাকুক, তাকেও আইনের আওতায় আনতে হবে।’
পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন জানান, ‘মাদক প্রতিরোধের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে ২৫ দিনে জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭১টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ১০৩ জন। তার পরও আমরা বসে নেই। তবে বড় ব্যবসায়ী বা গডফাদার হিসেবে যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তার করা এখনো সম্ভব হয়নি। কারণ তাদের গ্রেপ্তারে আমাদের তথ্য-প্রমাণ দরকার। কাউকে ধরতে হলে আলামতসহ ধরতে হয়। কিন্তু এসব গডফাদার তো টাকা বিনিয়োগ করে। ফলে তাদের মাদকসহ ধরা যায় না। তবে তারা নজরদারিতে আছে।’
মুন্সিগঞ্জ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম ও প্রথম আলোর যৌথ উদ্যোগে মুন্সিগঞ্জ শহরে মাদকবিরোধী শোভাযাত্রা ও কনসার্ট হয়। ওই সভায় পুলিশ সুপার মুন্সিগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।
প্রথম আলো
Leave a Reply