ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার খিলপাড়া গ্রামের কৃষক আসলাম সেখের ১৪ শতাংশ জমির ১১৭ টি শিশুগাছ রোববার ভোরে দা দিয়ে কুপিয়ে কেটে ফেলেছে দূর্বত্তরা। কৃষক আসলাম সেখ জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার সাথে তার বড় ভাই মোতালেব সেখের বিরোধ রয়েছে।
এর জের ধরে ভোর ৬টা ৩০ মিনিটের সময় মোতালেব সেখ ও তার ২ ছেলে মহাসিন ও হুমায়ন এবং তাদের আতœীয় শহিদ ভাগুজা তার জমির গাছগুলো দা গিয়ে কুপিয়ে কেটে ফেলে । এ ব্যাপারে আসলাম সেখ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। টঙ্গীবাড়ী থানা এসআই ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply