মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি ও আলীপুরা গুনপুর গ্রামে শুক্রবার দিনগত রাতে ৩ বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরদল স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ চোরদল উপজেলার ভিটিকান্দি গ্রামের বাসেদ চৌধুরীর বাড়িতে হানা দেয়। বাড়ির ভাড়াটিয়া আনিস দেওয়ানের ঘরে ঢুকে ১ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
পরে তারা বাসেদ চৌধুরীর বাড়িতে হানা দিয়ে কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এসময় পরিবারের লোকজন চিৎকার দিলে ঘটনাস্থল ত্যাগ করে তারা পাশের আলীপুরা গুনপুর গ্রামে হানা দেয়। তারা আব্দুর রহমান ও রফিকের ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
এ প্রসঙ্গে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সংঘবদ্ধ চোরদল সিধ কেটে চুরি করেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দাখিল করা হয়নি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply