দীর্ঘ ২ বছর অপোর পর মুন্সীগঞ্জ জেলা জাসাসের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

অবশেষে বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা জাসাসের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। হাসান জাহাঙ্গীরকে সভাপতি ও মঈনউদ্দিন আহমেদ সুমনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট এ জেলা কমিটির অনুমোদন করেছেন জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম এ মালেক ও সাধারন সম্পাদক মনির খান।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দলীয় প্যাডে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রিপনের সারিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে। তবে পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন পেতে জেলার নেতাকর্মীদের প্রায় ২ বছর ধরে অপো করতে হয়েছে।


দীর্ঘ দিন অপোর পর অবশেষে জেলা কমিটি অনুমোদন দেওয়ায় জাসাসে গতিশীলতা আসবে বলে জানিয়েছেন নব-নির্বাচিত সাধারন সম্পাদক মঈনউদ্দিন আহমেদ সুমন। তিনি জানান, ২০১১ সালের মার্চে জেলা জাসাসের আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই জাসাসের পূর্ণাঙ্গ কমিটির জন্য কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে বার বার ধরনা দিয়ে আসছিলেন তারা।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply