মুন্সিগঞ্জের মক্ষীরাণী বর্তমানে ইয়াবা সম্রাজ্ঞী দক্ষিণ কোর্টগাও এলাকার মহি বাবুর্চির মেয়ে মুক্তা বেগম (৩২) দ্বিতীয় বারের মতো মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের হাতে ২২পিস ইয়াবাসহ ধৃত হলেন। এ সময় দক্ষিণ কোটগাও এলাকার আক্কাস মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আলামিন (২২), মধ্য কোর্টগাও এলাকার আসু সরকারের ছেলে ইয়াবা ব্যবসায়ী রনি সরকার (৩৫) কে মুক্তা বেগমের সাথে গ্রেফতার করা হয়।
এস.আই মনিরম্নজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটগাওস্থ একটি ভাড়া বাসা থেকে দুই টাকার নোট মুড়িয়ে ইয়াবা সেবন করা অবস্থায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয় সদর থানায় একটি মাদক মামলা হয়েছে।
টিএনবি
Leave a Reply