মটর সাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ ২জন গ্রেফতার পালসার উদ্ধার

দুই মাসে কয়েকশ মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জে। এমনকি প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের ব্যবহৃত মটর সাইকেলও চুরি হয়েছে কয়েকদিন পূর্বে। থানায় একটি মামলাও হয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর মটর সাইকেল, পালসার, হাঙ চুড়ির অপরাধে সিন্ডিকেটের হোতাকে গ্রেফতার করল মুন্সিগঞ্জের ডিবি পুলিশ।


মঙ্গলবার বিকেল ৩টায় মাঠপারা থেকে কালো রঙের একটি চোরাই পালসারসহ সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতার কথা স্বীকার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাকহাটি এলাকার ওলি ডাকুর ছেলে আশরাফুল ইসলাম বাবু (২২) গনকপাড়া এলাকার আবু সালামের ছেলে ইমরান হোসেন ইমু (২৩)। অপর দিকে জানা যায়, ইমরান হোসেন ইমু মটর মেকানিক। মটর সাইকেল চুরি করে দ্রম্নত পার্স পরিবর্তন করে নতুন রং করে বিক্রি করে দেয়। ফলে দীর্ঘদিন মুন্সিগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ মটর সাইকেল চুরির সিন্ডিকেটের কাউকে গ্রেফতার করতে পারেনি। এমনকি মটর সাইকেলও উদ্ধার করতে পারেনি।


এ বিষয় মুন্সিগঞ্জ ওসি ডিবি বলেন, এরা দুইজন চোরাই মটর সাইকেল সিন্ডিকেটের হোতা। আদালতে রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে নিয়ে সিন্ডিকেটের বাকী সদস্যদের গ্রেফতার করা হবে।

টিএনবি

Leave a Reply