শ্রীনগরে ৯৯ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

আরিফ হোসেন: ঢাকা মাওয়া মহাসড়কের শ্রীনগরে ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বেজগাঁও বাসস্ট্যান্ড থেকে আব্দুর রহিম রবিন (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। সে রাজধানীর শনির আখরা এলাকার আব্দুল জলিলের পুত্র ।


পুলিশ জানায়, রবিন ঢাকা থেকে দোহারগামী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে মাওয়াগামী ইলিশ পরিবহনে উঠার সময় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই আবু হানিফ তাকে আটক করে। রবিনের ব্যাগে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Leave a Reply