গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার মামলার ভবিষ্যত এখন অন্ধকারে

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধারসহ ১ বছর ১ মাস ১৬ দিনের ব্যবধানে মুন্সীগঞ্জে নদী-নালা, খাল-বিল ও সড়কের পাশে ২৭ লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা ২৪ টি হত্যা মামলার ভবিষ্যত এখন অন্ধকারে নিমজ্জিত। এ মামলা গুলো নিয়মিত মামলার ভারে স্তুপাকারে পড়ে রয়েছে থানা কম্পাউন্ডে ভেতরই। থানা হেফাজতে মামলা গুলোর কাগজ পত্রে জমেছে ধুলো-বলি। একবারের জন্য মামলা গুলোর কাগজ পত্রাদি ঘেটে দেখা হয় না পুলিশের। আদালতে বিচারের অপোমান থাকছে দিনের পর দিন। লাশ উদ্ধারের পর হত্যাকান্ডের কু-উদ্ধার, জড়িত অপরাধীদের শনাক্ত করনে আইন-শৃংঙখলা রাকারী বাহিনীর ব্যর্থতা ও স্যা-প্রমানের অভাবে হত্যা মামলা গুলো থানা হেফাজতের চার-দেয়ালের ভেতর বন্দি হয় পুলিশের ফাইলে। ফাইল বন্দিই লাশ উদ্ধারের মামলা গুলোর শেষ পরিণতি।

২০১১ সালের ৮ ডিসেম্বরে শহর সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে চলতি বছরের ২৪ জানুয়ারিতে জেলার সিরাজদীখানের বেইলী ব্রীজের নীচে ও শ্রীনগর উপজেলার শ্রীধরপুর সড়কের খাদে মোট ১৩ মাস ১৬ দিনে সর্ব-সাকুল্যে ২৭ লাশ উদ্ধার করা হয়। ২৪ জানুয়ারিতে এক দিনে মাত্র ৪ ঘন্টার ব্যবধানে গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধার করা হয়। দেশ জুড়ে এ ৩ যুবকের লাশ আলোড়ন তুললেও এখন পর্যন্ত পুলিশের তদন্ত কর্মকান্ডে কোন অগ্রগতি নেই। ৯ দিন পার হলেও হত্যার কু-উদ্ধার করতে পারেনি পুলিশ। খুনীদের শনাক্ত ও হত্যার নেপথ্য কারন চিহ্নিত করা যায়নি। কাজেই ৩ যুবক হত্যকান্ডের মামলার ভবিষ্যত কি-এ প্রশ্ন নিহত যুবকরে পরিবারের পাশাপাশি সচতেন নাগরিক হিসেবে এ জেলার বাসিন্দাদেরও। ৩ যুবকের হত্যার ঘটনায় জেলার সিরাজদীখান থানায় ২ টি ও শ্রীনগর থানায় আরো ১ টি মোট ৩ টি হত্যা মামলা রুজু করা হয়েছে। সিরাজদীখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান সর্বশেষ তথ্য জানাতে গিয়ে বলেন- গুলিবিদ্ধ ৩ যুবকের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে উল্লেখযোগ্য কোন তথ্য উদঘাটন করা যায়নি। হত্যাকান্ডে ব্যবহার করা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কি ধরনের হতে পারে-তাও নিশ্চিত নন পুলিশ। আর খুনের সঙ্গে জড়িত কাউকে সন্দেহেরে তালিকা পর্যন্ত আনা সম্ভব হয়নি এ ৯ দিনের মধ্যেও। তবে ৩ যুবক হত্যাকান্ডের কু-উদ্ধারে, খুনীদের খোঁজে ও হত্যার কারন অনুসন্ধানে পুলিশের দায়িত্বশীল টিম মাঠে রয়েছে। পুলিশের তদন্ত চলছে জোরে-শোরে। শিগগির তারা এ ৩ যুবক হত্যার একটি কুলকিনারা পাবেন বলে সিরাজদীখান থানার ওসি আশাবাদী।

গত ২৪ জানুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার রশুনিয়া বেইলী ব্রীজের নীচে ঢাকার জুরাইনের ইব্রাহিম, একই দিন বেলা সোয়া ১২ টার দিকে বেইলী ব্রীজের ১’শ গজ অদুরে দনি কেরানীগঞ্জের কুদ্দুস ও জেলার শ্রীনগর উপজেলার শ্রীধরপুর সড়কের খাদ থেকে বেলা সাড়ে ১২ টার দিকে দনি কেরানীগঞ্জের আরেক যুবক মাসুদ খানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে এদের মধ্যে ঢাকার জুরাইনের নিহত যুবক ইব্রাহিম আ’লীগ নেতা ইসমাইল হত্যাকান্ডের কিলিং মিশনে অংশ নিয়েছিল বলে দাবী পুলিশের। ইব্রাহিম কদমতলী থানাধীন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালা আমিরের সেকেন্ড ইন কমান্ড। সে কালা আমিরের বাহিনীর অন্যতম কিলার। তাছাড়া ইব্রাহিমের সঙ্গে কেরানীগঞ্জের নিহত অপর ২ যুবক মাসুদ ও কুদ্দুসের কি সম্পর্ক-তা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ৩ যুবকের লাশ উদ্ধারের মাত্র ৩ দিন আগে গত ২১ জানুয়ারিতে সিরাজদীখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামে আলু তে থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুনীর লাশ উদ্ধার করে পুলিশ। থানায় মামলা পর্যন্ত দায়ের করা হয়। এর ৩ দিন পর ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনাতেই শুধু হারিয়ে যায় ঐ তরুনীর লাশ উদ্ধারের ঘটনাটি। তরুনীর পরিচয় উদঘাটন ও হত্যার কু-উদ্ধারের কর্মকান্ডে নিশক্রিয় হয়ে পড়ে পুলিশ।


এদিকে, ৩ যুবক হত্যার সঙ্গে র‌্যাবের সম্পর্ক থাকার কথা দাবী করেছেন ঢাকার জুরাইনের দারোগা বাড়ি রোডের বাসিন্দা নিহত যুবক ইব্রাহিমের মামা সালাহউদ্দিন। নিহতের মামার দাবী ১৬ জানুয়ারি ঢাকার মতিঝিলে ট্রাভেল এজেন্সিতে যাওয়ার পথে নিখোঁজ হন। তাকে র‌্যাবই ধরে নিয়ে আটকের কথা গোপন রাখে। একই ভাবে দনি কেরানীগঞ্জের আমবাগিচা গ্রামের মীরজাহান খানের ছেলে মাসুদ খান ও একই এলাকার ভাড়াটিয়া কুদ্দুস ১০ জানুয়ারিতে নিখোঁজ হলে আটক করে গোপন রাখার র‌্যাবের দিকেই অভিযোগের অঙ্গুলি ইঙ্গিত করছেন নিহতদের পরিবার-পরিজন।

মুন্সীগঞ্জে গুপ্ত হত্যার হৈ-চৈ
২০১১ সালের ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মাত্র ৫ দিনের ব্যবধানে শহর লাগোয়া ধলেশ্বরী নদীতে ৫ লাশ উদ্ধার করা হয়েছিল। এ লাশ নিয়ে দেশ জুড়ে গুপ্ত হত্যার হৈ-চৈ দেখা দেয়। এদের মধ্যে ঢাকার কলাবাগানের ৫০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আল-আমিন ও নারায়নগঞ্জের শানারপাড়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী মঞ্জু মুন্সীর লাশের পরিচয় পাওয়া যায়। বাকী ৩ টি লাশের পরিচয় মিলেনি। ৫ লাশ উদ্ধারের ঘটনায় শহরের উপকন্ঠ মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান সদর থানায় পৃথক ২ টি হত্যা মামলা দায়ের করেন। ছাত্রদল নেতা আল-আমিন হত্যাকান্ডে পুরান ঢাকার অন্যতম সন্ত্রাসী টুন্ডা রহিমকে গ্রেফতার করা হয়। পরে দু’দফা রিমান্ডে সদর থানা পুলিশ হেফাজতে টুন্ডা রহিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলেও পরবর্তীতে ওই ৫ লাশ উদ্ধারে দায়ের করা মামলা হিমঘরে চলে যায়।

ওই ৫ লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ কোন কু-উদ্ধার ও খুনীদের চিহ্নিত কিংবা গ্রেফতার করতে পারেনি বলে সদর থানার সেকেন্ড অফিসার এস.আই সুলতান উদ্দিন জানিয়েছেন। তিনি আরো জানান, পুরান ঢাকার সন্ত্রাসী রহিম এখনো ওই মামলায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। কিন্তু হত্যার কু-উদ্ধার ও ঘটনার রহস্যভেদ করতে পারেননি পুলিশ।

ফিরে দেখা আরো কয়েক লাশ-
একই অবস্থা দেখা গেছে বিদায়ী বছরের ১২ জুন জেলার সিরাজদীখানের তুলসীখালী সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ১০ টুকরা লাশ উদ্ধারের মামলার বেলায়। বিদায়ী বছরে জেলার বিভিন্ন উপজেলার নদী-খাল-বিল ও সড়কের পাশ থেকে ১৮ টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ঢাকার শাহজাহানপুর থেকে অপহরনের ৮ দিন পর গেলো বছরের ৩০ জুলাই শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নীচে ধলেশ্বরী নদীতে পারভেজ নামে এক যুবকের লাশ ও ঢাকার পল্লবী থানার মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা সুমন খলিফা (২৭) নামে তরুনের লাশ গত ৩০ জুন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার লৌহজং থানা সংলগ্ন খেয়াঘাটে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। পারভেজ ও সুমনের লাশ উদ্ধারের ঘটনায় জেলা সদর থানা ও লৌহজং থানায় পুলিশের দায়ের করা মামলার কোন কু-উদ্ধার হয়নি আজো-অব্দি।
আইন-শৃৃংঙখলা রাকারী বাহিনীর তথ্য মতে, ২০১১ সালের শুধু মাত্র ৮ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৫ লাশ উদ্ধার করা হয়। ২০১২ তথা বিদায়ী বছরে উদ্ধার হয় ১৮ লাশ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে সিরাজদীখান ও শ্রীনগরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশসহ উদ্ধারের তালিকায় ৪ লাশ। এতে সাড়ে ১৩ মাসে উদ্ধার করা লাশের সংখ্যা সর্ব-সাকুল্যে ২৭-এ গিয়ে দাঁড়িয়েছে।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply