ঢাকা-মাওয়া মহাসড়কের এক বাস যাত্রী শুক্রবার অঞ্জান পার্টির কপ্পড়ে পড়ে নিজের সর্বস্ব খুইয়েছেন।অঞ্জান অবস্থান তাকে মাওযায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। মাওয়া ঘাট সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে ঢাকার গুলিস্থান থেকে ইলিশ পরিবহনের একটি বাসে চড়ে মাওয়ায়র উদ্দেশ্যে রওনা দেন যাত্রী মোঃ হৃদয় (২৬)। বাস ছাড়ার পর পাশের ছিটের যাত্রী তাকে বিস্কুট খেতে দেয়। বিস্কুট খেয়ে হৃদয় অচেতন হয়ে পড়ে।মাওয়ায় আসলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলে তার জ্ঞান ফিরলে সে বিস্তারিত বলে।
এসময় তার সাথে থাকা ব্যাগ নগদ টাকা ও মোবাইল সেট খোয়া গেছে বলেও সে জানায়। এভাবে কযেক দফা জ্ঞান হারায় সে। এক সময় তার স্ত্রীর মোবাইল ফোন নাম্বার বললে জনতা তার স্ত্রীকে ফোন করে তাকে তার স্ত্রীর নিকট ফিরিয়ে দেয়।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply