সিরাজদিখান থানা পুলিশ শিশু অপহরণের ঘটনায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বয়রাগাদী গ্রামের শাহিনের ছেলে হৃদয় (১৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হৃদয় ডিসের লাইনে কাজ করে তালতলা বাজারের জুয়েলের আন্ডারে। জুয়েল হৃদয়কে চাপ দেয় সাজ্জাদকে কিডন্যাপ করার জন্য। আর তাই হৃদয় শিশুটিকে অপহরণ করে জুয়েলকে না পেয়ে ফেগুনাসার এক আত্মিয়ের বাড়িতে ভাগিনা সাজিয়ে রাখে। পরিস্থিতি খারাপ দেখে সুযোগ বুঝে হৃদয় তালতলা বাজারে এসে ছেড়ে দেয় শিশুটিকে। পুলিশ সূত্রে আরো জানা যায়, এব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলা নং ২৬/৩১/০১/২০১৩ ইং। আজ অপহরণ কারীকে কোর্টে চালান দিবে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মেহেদী জানান, গত ২৯ জানুয়ারী সিরাজদিখান উপজেলার বয়রাগাদি গ্রামের সিপন বেপারীর ক্লাস ওয়ানে পড়–য়া ছেলে সাজ্জাত (৬) নিখোঁন হয়। এ ব্যাপরে সিপন বেপারী সিরাজদিখান থানায় একটি জিডি করলে পুলিশি তৎপরতায় অপহরণকারীরা পরের দিন তাকে ছেড়ে দেয়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার পিতা-মাতার কাছে পৌঁছে দেয়। অপহৃত সাজ্জাতের দেখিয়ে দেওয়ার ভিত্তিতে গতকাল হৃদয়কে সাজ্জাত অপহরণের দায়ে গ্রেফতার করা হয়।
বিডি রিপোর্ট ২৪
Leave a Reply