সরস নেই, সাদা নেই
আছে কালো বিড়াল।
সাদা খায়, কালো খায়
আড়ালে খায়, চিবিয়ে খায়
খায় যখন তখন।
সরস ভাবে, সাদা ভাবে, ভাবে নীতিবান।
কে আছে সরস ভাই, আছে সাদা মানুষ !
নীতি নিয়ে ভাবে সে, নীতি নেই তার,
স্বভাব তার চাপাবাজি, গলাবাজি করা,
উপরে নীতির রূপ, লেশ নেই তার।
সরস নেই, সাদা নেই
আছে কালো বিড়াল।
৩রা ফেব্রয়ারি, ২০১৩ খ্রি:
Leave a Reply