মাল্টা ও কমলায় ফরমালিন: জরিমানা

মাল্টা ও কমলায় ফরমালিন থাকায় দুই দোকানীকে ১০ হাজার টাকা জারিমানা করা হয়েছে। মুন্সীগঞ্জে শহরের জুবলী রোডের ফল দোকানী নুরন্নবী ও জয়নাল আবেদীনকে এই জমিমানা করেন মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও শারাবান তাহুরা। শারাবান তাহুরা রাতে জানান, ফরমালিক কীট ব্যবহার করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই জারিমানা করা হয়।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply