যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ৪শ কেজি জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড

jatka4মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে সোমবার ভোর রাতে স্বর্ণদ্বিপ, টিপু-৪, টিপু-৫, জমজম-১ যাত্রীবাহি লঞ্চে অভিযান চালিয়ে ৪শ কেজি জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড। জাটকাগুলো সকাল ৮টায় ১২টি মাদ্রাসার ইয়াতিম খানায় বিতরণ করা হয়েছে। এ সময় কোস্টগার্ড কর্মকর্তা ইমদাদ ও খোরশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কাইয়ুম, সদর থানা নির্বাহী কর্মকর্তা সারাবান তাহুরা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজদের উপস্থিতিতে ১২টি মাদ্রাসায় জাটকা মাছগুলো বিতরণ করে দেয়া হয়।
jatka4
টিএনবি

Leave a Reply