মুন্সীগঞ্জে এক প্রতিবন্ধীর বাড়িতে ভাংচুর, মারধর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। নিয়ে গেছে ৭ বছরের টিউশনি করে জমানো ২০ হাজার টাকা। শুক্রবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর এলাকায় রাস্তা নির্মাণে বাধা দেয়ায় এই ঘটনা ঘটে। জানা গেছে প্রতিবন্ধী মাছুমের প্রতিবেশী রাজ্জাক ব্যাপারীর ছেলে মুক্তার হোসেন ও মুক্তারের মা বানেজা বেগম তাদের বাড়িতে যাওয়ার রাস্তা থাকা সত্ত্বেও মাছুমের বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে চায়। রাস্তা নির্মাণে বাধা দিলে প্রতিবন্ধী মাছুমের মা জবেদা বেগম (৪৫) ও নানী হাফেজা বেগমকে বেধম মারধর, ব্যাপক লুটপাট ও ভাংচুর চালিয়ে ৭ বছরের টিউশনি করে জমানো ২০ হাজার টাকা ও একটি স্বর্ণের চেন নিয়ে যায়।
এ ব্যাপরে প্রতিবন্ধী মাছুম জানান, আমরা অসাহায় বলে আমাদের উপর এই অত্যাচার চালিয়ে যাচ্ছে মুক্তার ও তার মা বানেজা বেগম গংরা এমনকি আমাকে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
জনকন্ঠ
Leave a Reply