মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া গ্রামে এক সাংবাদিককে বাড়িঘর ছাড়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দৈনিক যুগান্তর পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি সুব্রত দাস রনককে এ হুমকি প্রদান করা হয়। এ ঘটনায় তিনি সিরাজদিখান থানায় একটি ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা জীবন দাস, রিপন ও জিতেন দাসের নেতৃত্বে একটি ভূমিদস্যু সিন্ডিকেট সাংবাদিক সুব্রত দাস রনকের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা চালিয়ে আসছে।
ভুয়া দলিল সম্পাদনের মধ্য দিয়ে গত কয়েক দিন ধরে বাড়িঘর ছেড়ে তাকে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। রনক জানান, তার পৈতৃক ৩৯ শতাংশ সম্পত্তি দখলের জন্য ভূমিদস্যু সিন্ডিকেটটি মরিয়া হয়ে উঠেছে। তারা নানা অপ্রচার ও চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, একটি চক্র সাংবাদিকের বাড়ি দখলের পাঁয়তারা চালাচ্ছে।
জাস্ট নিউজ
Leave a Reply